দ্বীনের পথে ফেরা (পর্ব:- ০৮ ও শেষ)
#গল্প:- দ্বীনের পথে ফেরা
#লেখক:- পিচ্চি লেখক
#সিজন:- ১
#পর্ব:- ০৮ ও শেষ
আমি:- ফাতেমা আমি তোমায় অনেক ভালোবাসি I Love You…..!
তখন ফাতেমা বলল…..!
ফাতেমা:- সরি আমি রিলেশন করবো না…..!
আমি:- প্লিজ আমায় ফিরিয়ে দাও না প্লিজ…..!
ফাতেমা:- আমি এই সব এর মধ্যে যাবো না…..!
আমি:- ওকে…..!
আমি আর কিছু বললাম না..বাইরে চলে আসলাম ক্লাস রুম থেকে।
কিছুক্ষণ পর আমার বন্ধুরা ভিতরে আসলো তারপর ক্লাসে প্রবেশ করলাম...ওরা দুইজন মানে সোহান ও হাসান ফাতেমাকে বললো রিলেশন না করলে অন্তত্য ফুলটা নিয়ে যাও…..!
বাট ফাতেমা বলল পারবো না...পরে সোহান ফাতেমার পদার্থ বইয়ের মধ্যে ফুলটা রাখলো আর বললো…..!
সোহান:- যাওয়ার সময় ফুলটা নিয়ে যাও অন্তত্য…..!
বাট ফাতেমা নেয়নি প্রাইভেট শেষ হলে ফাতেমা ওর পদার্থ বই রেখেই চলে যায়..পরে বইটা সোহান নিয়ে যায় ওর বাড়িতে...সেদিন বাড়িতে চলে আসি... এই ব্যপারটা শুধু ফাতেমা, আমি, সোহান এবং হাসান জানতাম…..!
বাট সেদিন রাতে জানতে পারি ফাতেমা আমার এলাকার বন্ধু ফরহাদ কে বলেছে...এই কারণে অনেক কষ্ট পেয়েছিলাম…..!
মনে এই জীবনে এই রকম কষ্ট পাইনি আর কখনও। সেদিন রাতে অনেক কান্না করেছিলাম…..!
পরে জানতে পারলাম ফাতেমা নাকি আর প্রাইভেটে আসবেনা…..!
যেদিন জানতে পারি সেদিনও থেকে অনেক কয়েক দিন কান্না করেছি...যে আমি এটা কি করলাম আমার ভুলের জন্য ফাতেমা আর প্রাইভেটে আসবে না…..!
সেদিন নিজেকে অনেক অপরাধী ভেবেছিলাম...সোহনের মাধ্যমে ফাতেমার কাছে ক্ষমা চেয়েছিলাম.....জানিনা ফাতেমা আমায় মন থেকে ক্ষমা করেছে কি না…..!
হঠাৎ আমার স্বরণ হয় আমি না নবী (সা.) এর সুন্নাত মেনে চলি তাহলে কেন আমি এই সব করতিছি আমার কারণে কেন অন্য হুজুরদের বদনাম হবে। তাই সিদ্ধান্ত নিলাম ফাতেমাকে আর কিছু বলবো না একদম ডাইরেক্ট ফাতেমাকে বিয়ে করবো ইন শা আল্লাহ্…..!
পরে সব স্বাভাবিক হয়ে আসলো ফাতেমা আবার প্রাইভেটে আসা শুরু করলো.. মাঝে মাঝে ফাতেমাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম...আর রাতে নামাজে কান্না করে ফাতেমাকে আল্লাহর কাছে চাইতাম…..!
দেখতে দেখতে SSC-2021 সালের পরীক্ষা শুরু হয়ে গেলো দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে গেল...তারপরও কয়েক বার সোহানের মাধ্যমে ফাতেমাকে বলেছিলাম ফাতেমাকে আমি ভালোবাসি…..!
বাট ফাতেমা না করে দিতো...আমার ছিল একটা বেহায়া মন যে কারণে বার-বার ফাতেমাকে বলতাম আমি ফাতেমাকে ভালোবাসি...
দেখতে দেখতে কলেজে ভর্তি হওয়ার সময় এসে গেল আমি যে কলেজে ভর্তি হয়েছি ফাতেমাও ঠিক একই কলেজে ভর্তি হয়েছে…..!
মাঝে মাঝে ফাতেমাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম..বাট আমার নিয়ত ছিলনা আর রিলেশনে যাওয়ার...ফাতেমা প্রাইভেট পড়া শুরু করলো অফলাইনে..আর আমি পড়তাম অনলাইনে…..!
ফাতেমাকে নিয়ে অনেক ভয়ে ছিলাম যদি ফাতেমাকে হারিয়ে ফেলি...মাঝে মাঝে চাইতাম যে করেই হোক আমি ফাতেমার সাথে রিলেশন করবোই…..!
হঠাৎ একদিন ইউটিউবে শায়খ আহমাদুল্লাহ্ হাফি. ও মুফতী আরিফ বিন হাবিব হুজুরদের বয়ান সামনে আসে যেখানে
মুফতী আরিফ বিন হাবিব হুজুর বলে রিলেশন করা হারাম যা শিরিক…..!
সেই দিন খাটি অন্তরে নিয়ত করে ফেলি যে আমি আর ফাতেমার সাথে রিলেশন করবো না…..!
ফিরে আসি দ্বীনের পথে....আসলেই দিনের পথে ফিরে আসতে পারলে যে কত শান্তি লাগে যারা দ্বীনের পথে ফিরে এসেছে তারাই এই শান্তিটা অনুভব করতে পারে…..!
বর্তমানে ফাতেমা, ফাহাদ এবং ফাহাদের বন্ধুরা সবাই HSC-2023 পরীক্ষা দিচ্ছে ওদের সবার জন্য দোয়া করবেন যেন ওরা ভালো রেজাল্ট করতে পারে…..!
ফাহাদ শুধু ফাতেমার জন্য এখনও অপেক্ষা করে আছে তার সাথে হালাল ভাবে প্রেম করবে..বিয়ের পরে…..!
ফাহাদ শুধু ফাতেমার জন্য তার দীর্ঘ ১২ বছরের শিক্ষা জীবনে অচেনা মেয়ে তো দুরের কথা ফাহাদের ক্লাসের কোনো মেয়ের সাথে পর্যন্ত কখনও কথা বলতো না শুধু ফাতেমার জন্য…..!
ফাহাদ শুধু ফাতেমার সাথেই কথা বলেছে কয়েকবার…..!
ফাহাদ আর নজর হিফাজত করে রেখেখে শুধু ফাতামাকে বিয়ের পর হালাল ভাবে দেখবে বলে…..!
ফাহাদ কোনো মেয়ের সাথে কথা বলেনা বিয়ের পর হালাল ভাবে ফাতেমার সাথে কথা বলবে বলে…..!
ফাহাদ এত সাবধানে নিজেকে বাচিয়ে রেখেছে যে অন্য কোনো মেয়ের শরীরে সাথে তার শরীরের কোন অংশ ভুল করেও এখন পর্যন্ত স্পর্শ হয়নি এবং ভবিষ্যৎতে যেন কারও শরীরের সাথে ফাহাদের শরীর স্পর্শ না হয় সেই চেষ্টা করে যাচ্ছে ফাহাদ…..!
ফাহাদ অপেক্ষায় আছে শুধু ফাতেমা তাকে প্রথম স্পর্শ করবে বলে…..!
ফাহাদ শুধু এখন আল্লাহর কাছে ফাতেমাকে চায় তার জীবনের জান্নাতের যাওয়ার সঙ্গীনি হিসাবে…..!
আপনারা সকলে ওদের দুই জনের জন্য খাস করে দোয়া করবেন যেন আল্লাহ্ তায়ালা ওদের দুজন কে হালাল প্রেমে জরিয়ে দেয় বিয়ের মাধ্যমে…..!
এটা ছিল দ্বীনের পথে ফেরা গল্পের সিজন:- ১…..!
ইন শা আল্লাহ্ আপনারা সবাই দোয়া করবেন যেন ওদের বিয়ে হয়…..!
যদি ওদের বিয়ে হয় তাহলে ইন শা আল্লাহ্ দ্বীনের পথে ফেরা গল্পের সিজন- ২ আসবে…..!
সকলে ফিরে আসুন দ্বীনের পথে হারাম সম্পর্ক ছেরে দিয়ে ফিরে আসুন হালাল সম্পর্কে Holy love in the mirror of islam…..!
ফাহাদ এবং ফাতেমার জন্য বেশি বেশি করে দোয়া করিয়েন প্রিয় পাঠক-পাঠীকারা আর সিজন-২ এর জন্য অপেক্ষায় থাকুন.....সময় থাকতে দ্বীনের পথে ফিরে আসুন…..!..
#সমাপ্ত,,,,,,
{অনুমনি ছাড়া গল্প কপি করা নিষেধ}
★
★★
★★★
★★★★
★★★★★ (ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন)
No comments