দ্বীনের পথে ফেরা (পর্ব:- ০২)
#গল্প:- দ্বীনের পথে ফেরা
#লেখক:- পিচ্চি লেখক
#সিজন:- ১
#পর্ব:- ০২
ঘুম থেকে উঠে পাঞ্জাবি টুপি পরে কোচিং এ চলে গেলাম…..!
কোচিং এ গিয়ে ক্লাস রুমে প্রবেশ করতে যাব তখনই কোচিং এর এক স্যারের সাথে দেখা। স্যারের সাথে কথা বলার পর রুমে প্রবেশ করলাম…..!
রুমে প্রবেশ করার পর আমাকে দেখে সবাই তো অবাক…..!
আমার এত পরিবর্তন কিভাবে হলো। আমার বন্ধরাও অবাক কারণ তারা জানতো না যে আমার এই পরিবর্তন ঘটবে ঐ মাহফিলে…..!
আর হেদায়তের মালিক আমার আল্লাহ্। আল্লাহ্ যাকে খুশি তাকে হেদায়ত দান করেন…..!
ফাতেমাও অনেকটা অবাক হয়েছিল হয়তো আমার পরিবর্তন দেখে…..!
কোচিং শেষ করে বাড়ি এসে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি এমন সময় মাথার ভিতরে একটা কথা স্বরণ হলো যে আমি এই ভাবে স্কুলে গেলে কি হবে…..?
স্যারেরা যদি কিছু বলে আমায় এই সুন্নাতো পোশাক পড়ে গেলে…..! এইসব বিষয় চিন্তা করে নিয়ত করে চলে গেলাম স্কুলে, স্যারেরা যদি সুন্নাতি পোশাক পরে স্কুলে যেতে নিষেধ করে তাহলে আর স্কুলে পরবো না…..!
স্কুলে চলে গেলাম…..!
স্কুলে গিয়ে দেখি ক্লাস শুরু হয়ে গেছে আমি যত ক্লাস রুমের দিকে যাচ্ছি ততোই আমার হাত পা কাপতেছিলো। ক্লাস রুমের দরজায় গিয়ে স্যারকে বললাম…....!
আমি:- স্যার আসতে ভিতরে পারি…..!
স্যার:- হুম আসো…..!
আমি ক্লাস করতেছি আর ফাতেমার দিকে দেখতেছি যে ফাতেমা আমার দিকে দেখে কি না…..!
এই ভাবে টিফিনের সময় হয়ে গেল…..!
আমাদের স্কুলে আবার একটা নিয়ম ছিল প্রত্যেক মুসলিম ছেলেদেরকে নামাজ পরতে হবে না পড়লে বিচার হতো, বিচারটা করতো আমাদের ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক…..!
নামাজের অজু কারার জন্য ক্লাসের বাইরে বের হওয়ার সময় দেখলাম যে স্যারের সাথে মাহফিলে গেয়েছিলাম সেই স্যার বাসায় যাচ্ছে…..!
যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলো। আজ আমি শুধু পাঞ্জাবি পরে আসছি টুপি পরে আসিনি…..!
নামাজ শেষ করে আর এক হুজুর স্যার কে বললাম…..!
আমি:- স্যার আমি সুন্নাতি পোশাক পরে স্কুলে ক্লাস করতে চাই। কিন্তু ভয় লাগে যদি স্কুল থেকে কোনো প্রকার চাপ দেয় এই ভাবে স্কুলে না আসার জন্য…..!
স্যার:- আরে সমস্যা নেই তুমি সুন্নাতি পোশাক পরেই আসবে। যদি কোনো স্যার বা ম্যাডাম কিছু বলে তাহলে আমাকে বলবে ঠিক আছে। তুমি র্নিভয়ে আসবে…..!
আমি:- আচ্ছা স্যার…..!
সেদিন ক্লাস শেষ করে কোচিং করে বাসায় আসলাম। পরের দিন থেকে পাঞ্জাবি টুপি পরে স্কুলে ক্লাস করা শুরু করলাম …..!
আলহামদুলিল্লাহ্ আমার সুন্নাতি পোশাকের জন্য কোনো স্যার বা ম্যাডাম আমাকে কোনো দিন কিছু বলেননি বরং আমাকে সুন্নাতি পোশাকের জন্য ভালোবাসতো…..!
এই ভাবে চলছিল আমার দিন আস্তে আস্তে সবাই আমাকে হুজুর বলে ডাকা শুরু করলো। আমার ক্লাসের সব ছেলেরা আমাকে সালাম দেয়…..!
মেয়েরাও আমাকে সালাম দেয়। কিন্তু আমি মেয়েদের সালাম নিতাম না…..!
আমি মেয়েদের সালাম নিতাম না দেখে একদিন এক মেয়ে বলল।
ঐ মেয়ে:- আমরা সালাম দিলে তুমি সালামের উত্তর দেও না কেন…..?
আমি:- আমি একটা ওয়াজের ভিতরে শুনেছি মেয়েদের সালাম নেওয়া জায়েজ নেই। যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েয নেই তাদের সালাম নেওয়াও জায়েয নেই…..!
ঐ মেয়ে:- ও আচ্ছা…..!
এই ভাবে চলছিল আমার দিন। আমি যে ফাতেমাকে ভালোবাসি এই কথা আমি আর সোহান ছাড়া কেউ জানেনা…..!
হঠাৎ একদিন সন্দেহ হলো আমার ক্লাসমেট এক ছেলে মনে হয় ফাতেমাকে ভালোবাসে…..!
তাই খারাপ লাগছিল আমি বুঝতেছিলাম না যে আমি এখন কি করবো…..!
সেই দিন মন খারাপ করে ক্লাস শেষ করে বাড়িতে চলে আসলাম। রাতে সোহান কে মেসেজ দিলাম…..!
আমি:- কি করো…..?
সোহান:- বাসে আছি। তুমি কি করো…..?
আমি:- শুয়ে আছি। আচ্ছা তোমাকে একটা কথা বলব…..!
সোহান:- বলো…..!
আমি:- আচ্ছা আকরাম কি ফাতেমাকে ভালোবাসে…..!
সোহান:- হঠাৎ এই প্রশ্ন…..!
আমি:- আমার মনে হচ্ছে তাই বললাম…..!
সোহান:- আমারও তাই মনে হয়…..!
আমি:- আমি তো এখন শেষ। প্লিজ একটু আকরাম কে বলে দেখোতো ও কি ফাতেমাকে ভালোবাসে নাকি…..?
সোহান:- ওকে আমি ওকে বুঝিয়ে বলছি…..!
আমি:- আকরাম কে আমার নাম বলবে না। আমার নাম যেন না জানতে পারে জানলে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে…..!
সোহান:- আচ্ছা ঠিক আছে…..!
আমি আবার একা একা স্কুলে যাই না। এলাকার একটা বন্ধু ছিল অনেক ভালো সম্পর্ক আমাদের ওর নাম ফরহাদ…..!
পরের দিন আমি আর ফরহাদ স্কুলে যাচ্ছিলাম হঠাৎ ফরহাদ বলে উঠলো…..!
ফরহাদ:- তোমার তো আজ বিচার আছে স্কুলে চলো…..!
আমি:- কিসের বিচার…..?
ফরহাদ:- স্কুলে গেলেই বুঝবে…..!
আমি:- ওকে…..!
মনে মনে ভাবছিলাম কিসের বিচারের কথা বলতেছে ফরহাদ?
স্কুলে যাওয়ার পর সোহান বলল…..!
সোহান:- আরে আকরাম ফাতেমাকে ভালোবাসে না আমি ওকে বলছি…..!
আমি:- তাহলে তো অনেক ভালো…..!
সোহান:- হুম…..!
(আকরাম আবার বুশরার ভাইয়া। বুশরা মানে যে সোহানের ক্রাশ। আর আকরাম আর ফরহাদ দুইজনে খুব ভালো বন্ধু)
ফরহাদ:- তাহলে ফাহাদ তলে তলে এতো কিছু্…..!
আমি শুধু কিছু না বলে চুপ করে রইলাম আর ভাবতে লাগলাম ফরহাদ কি ভাবে জানলো এই সব কথা…..!
ক্লাসে ফাতেমা আর ওর বান্ধবি বুশরা আমার দিকে কেমন করে জানি তাকালো…..!
আমি টিফিনের সময় সোহানকে বললাম…..!
আমি:- আচ্ছা সোহান, ফরহাদ কি ভাবে জানলো এই সব কথা?
সোহান:- হয় তো আকরাম বলেছে…..!
স্কুল ছুটির পর কোচিং এ গেলাম। কোচিং এ বসে আছি হঠাৎ ফাতেমার বান্ধবি বুশরা বলে উঠল…..!
বুশরা:- হুজুর ডাক্তার…..!
আমি:- বুশরাদের তাকালাম। দেখি ফাতেমা মাথায় হাত দিয়ে আছে মনে হয় মায়ায় ব্যাথা পেয়েছে…..!
বুশরা:- ফাতেমা মাথায় ব্যাথা পেয়েছে। এর চিকিৎসা করেন…..!
ফাতেমা কিছু না বলে শুধু মুচকি একটা হাসি দিলো…..!
হঠাৎ কে জানি বলে উঠল হুজুর কেন চিকিৎসা কারবে বুশরা তোমারও তো নাম আছে খুঁদে ডাক্তারের তালিকায়…..!
বুশরা:- ফাতেমার চিকিৎসা শুধু আমাদের হুজুর ডাক্তার করবে…..!
এই কথা বলার পর ফাতেমা বুশরাকে কিল ঘুশি মারলো…..!
আমি কিছু না বলে কোচিং শেষ করে বাসায় চলে আসলাম। রাতে সোহনকে মেসেজ দিলাম…..!
আমি:- কি করো…..?
সোহান:- শুয়ে আছি। তুমি…..?
আমি:- শুয়ে আছি। আচ্ছা বুশরা তো মনে হয় জানে আমি যে ফাতেমাকে ভালোবাসি…..?
সোহান:- হুম জানে মনে হয়। আকরাম হয় তো বুশরাকে বলছে…..!
আমি:- ওহ্। আমার মনে হয় ফাতেমা আমাকে পছন্দ করে…..!
সোহন:- আজকের ঘটনা দেখে তো তাই মনে হলো…..!
এরপর এই রকম কোনো ঘটনা আর কখনও ঘটেনি…..!
আস্তে আস্তে করোনা ভাইরাস ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ল। সমস্ত কিছু বন্ধ ঘোষণা করা হলো…..!
হঠাৎ করে কেন জানি সবাই মধ্যে জানাজানি হয়ে গেল আমি ফাতেমাকে ভালোবাসি…..!
আমি প্রচন্ড ভয়ে পরলাম কি ভাবে কি হলো এইসব…..!
এখন আর ফাতেমা আমার দিকে তেমন তাকায় না…..!
কিছু দিন পর আমি সোহান কে মেসেজ দিলোম…..!
আমি:- কাল তুমি ফাতেমাকে বলবে যে আমি ওকে লাভ করি…..!
সোহান:- আমি পারবো না…..!
আমি:- প্লিজ বন্ধু হিসাবে করো…..!
সোহান:- ওকে ঠিক আছে…..!
পরের দিন কোচিং শেষ হওয়ার পর আমারা স্কুল মাঠে যাচ্ছিলাম ক্রিকেট খেলার জন্য কারণ স্কুল বন্ধ দিয়েছে…..!
স্কুলে পাশে জমির ভিতরে দিয়ে রাস্তা আছে, ঐ রাস্তা দিয়ে ফাতেমা এবং ওর এলাকার কিছু মেয়ে বাড়েতে যায়। অন্য রাস্তাও আছে বাট সেই দিন এই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল…..!
আমি:- সোহান যাও ওরা এখন সাইডে গেছে প্লিজ গিয়ে ফাতেমাকে বল আমি ওকে ভালোবাসি…..!
সোহান:- আমি পারবো ন…..!
আমি:- প্লিজ…..!
তারপর সোহান গেল…..!
গিয়ে ফাতেমাকে সোহান বলল…..!
সোহান:- ফাতেমা একটু দারাও তোমার সাথে কিছু কথা আছে। আর অন্য মেয়েদের বললাম তোমরা একটু সামনে যাও ফাতেমা আসতেছে…..!
ফাতেমা:- কি বলবে তারাতারি বল…..?
সোহান:- ফাহাদ তোমায় অনেক ভালোবাসে…..!
#চলবে,,,,,,
{অনুমনি ছাড়া গল্প কপি করা নিষেধ}
★
★★
★★★
★★★★
★★★★★ (ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন)
No comments