কলেজের সিনিয়র আপু যখন বউ (পর্ব:- ০৭)
#গল্প:- কলেজের সিনিয়র আপু যখন বউ
#লেখক:- পিচ্চি লেখক
#পর্ব:- ০৭















আমি:- আপনাকে কেন বলতে হবে।
মুন্নি:- বলতে হবে। নাকি কোনো মেয়ের সাথে লুচ্চামি করতে গিয়েছিলি?
আমি:- হুম একটা মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। (মিথ্যা বললাম)
মুন্নি:- একদম চুপ করে থাকবি বেশি কথা বলবি না। আমি যে ভাবে চলতে বলবো সেই ভাবে চলবি না হলে তোর খবর আছে।
আমি:- এই ভাবে আমার উপর অত্যাচার করলে আমি বাসা থেকে চলে যাবো।
মুন্নি:- কোথায় যাবি তুই?
আমি:- ম্যাচে থাকবো ।
মুন্নি:- কোথায় যাবি যা আমি কিছু বলব না শুধু আম্মুকে একটা ফোন দিবো।
আমি:- আম্মুকে অনেক বেশি ভয় পাই তাই কিছু বললাম না শুধু চুপচাপ মুন্নির কথা মেনে নিলাম।
মুন্নি:- দেখ এই এক বছরে তোকে জ্বালিয়ে শেষ করব।
আমি:- শুধু আম্মুর জন্য আপনাকে ক্ষমা করে দিচ্ছি কিছু বলতাছি না। নাহলে আপনার খবর ছিলো।
মুন্নি:- জান্নতের কাছে থেকে তোকে আলাদা করে নিলাম তাও তুই আমাকে চিনতে পারিস নি।
আমি শুধু একটা হাসি দিলাম কারন জান্নাতের কথা শুনে মাথায় একটা বুদ্ধি আসলো মুন্নিকে সায়েস্তা করার।
মুন্নি:- পাগল হলি নাকি। অযাথা হাসতিছিছিস কেন?
আমি:- এমনিতেই হাসতিছি।
আসলে জান্নাতের বিয়ে ভেঙ্গে গেছে। জান্নাত কিছু দিন পরে আমাদের কলেকে ভর্তি হবে। জান্নাতের সাথে কথা হয়েছে।
পরের দিন কলেজ ক্যাম্পাসে বসে আসি হঠাৎ আমার ক্লাস মেট মেয়ে আমার সামনে আসলো। আমি অনেক কয়েকদিন থেকে লক্ষ করতিছি মেয়েটা আমাকে ফলো করতিছে।
ক্লাস মেট মেয়ে:- আপনাকে একটা কথা বলার ছিলো?
আমি:- জ্বি বলেন।
ক্লাসমেট মেয়ে:- তোমাকে আমার ভালো লাগে?
আমি:- কিহহ বলতিছেন এই সব।
ক্লাসমেট মেয়ে:- অনেক দিন থেকে তোমাকে বলল বাট ভয়ে বলতে পারিনি, তাই আজকে সাহস করে বলে দিলাম।
আমি:- আমি বিবাহিত।
ক্লাসমেট মেয়ে:- জানি আপনি বিবাহিত। কিন্তু মুন্নি আপু আপনাকে ভালোবাসেনা মুন্নি আপু শুধু আপনাকে বিয়ে করেছে। আপনি মুন্নি আপুর সাথে যে সব করেছেন তার প্রতিশোধ নিতে।
আমি:- ঠিক আছে আমি রাজি।
আমি শুধু রাজি হলাম মুন্নিকে একটু সায়েস্তা করার জন্য।
[ক্লাসমেট মেয়েটার নাম হলো নিলা]
নিলা:- চলুন বিকেলে কোথাও থেকে ঘুরে আসি?
আমি:- কোথায় যাবেন?
নিলা:- চলো বিকেলে কফি খেয়ে আসি।
আমি:- ওকে। কোথায় যাবা কফি থেকে।
নিলা:- কফি হাউজে খেলে কেমন হয়।
আমি:- ওকে। ঠিক আছে সময় মত চলে আসিও।
তারপর আমি মামুন ভাইদের সাথে আড্ডা দিচ্চি হঠাৎ মুন্নি কোথা থেকে আমার সামনে রাগি চেহারা নিয়ে আমার সামনে হাজির।
আমি:- কিছু কি বলবেন।
কিছু না বলে মুন্নি ঠাসসস করে আমার গালে চড় বেসিয়ে দিলে আমি শুধু অবাক হয়ে মুন্নির দিকে তাকিয়ে রইলাম।
মুন্নি:- তুই নিলাকে কি বলেছিস?
আমি:- এই নিলাটা আবার কে?
মুন্নি:- নিলাকে চিনতেছিস না তাই না একটু আগে যার সাথে প্রেমের আলাপ করতিছিলি। এখন মনে পরেছে নিলা কে?
আমি:- বুঝলাম না আমি কার সাথে প্রেমের আলাপ করছি।
মুন্নি:- এই যে এই মেয়েটার সাথে। (নিলাকে দেখিয়ে)
আমি:- এর নাম নিলা অনেক সুন্দর নাম তো ।
এই কথা বলার সাথে সাথে আর একটা চড় আমার গালে পড়ল। এখন আমার এখন অনেক খারাপ লাগতিছে সবার সামনে আমাকে চড় মাড়লো।
মুন্নি:- বাসায় বউ থাকতে অন্য মেয়েদের সাথে প্রেম আলাপ করতে তোর লজ্জা লাগে না।
আমি:- বউ আছে মানে। বাসায় আপনি কোথায় বউ পেলেন?
মুন্নি:- আমি কি হয় তোর?
আমি:- বউ হওয়ার মত কোনো কাজ আপনি বিয়ের পর থেকে আজ পর্যন্ত কিছু করেছেন। আপনার সাথে তো আমার সাপ আর বেজির মত শত্রুতা।
এই কথা বলার পর মুন্নি কিছু বলার আর কোনো ভাষা খুজে পাচ্ছে না। তার পর আমি বাসায় চলে এসে ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। সন্ধায় ঘুম ভাঙ্গলো মুন্নির ডাকে।
আমি:- কি হয়েছে ডাকছেন কেন?
মুন্নি:- আকাশ অনেক খারাপ করেছে মনে হয় ঝড় আসবে তাই বলছিলাম বাইরে থেকে কিছু নিয়ে আয়?
আমি:- অনলাইনে অর্ডার করলেই তো পারতেন। অযাথা আমার ঘুম ভাঙ্গালেন।
মুন্নি:- চুপ চাপ থাকবি বেশি কথা না বলে আমি যা বলছি তাই কর।
আমি ওর কথায় কান না দিয়ে ফ্রেশ হয়ে এসে পড়তে বসলাম এরই মধ্যে শুরু হয়ে গেল ঝড় বাসাত আর আকাশের গর্জন। হঠাৎ মনে হলো আমার পিছনে কেউ দাড়িয়ে আছে দেকি মুন্নি দাড়িয়ে আছে।
আমি:- কিহলো দাড়িয়ে আছেন কেনো?
মুন্নি:- আজকে তোর সাথে পড়তে বসব?
আমি:- কেন আজ আমার সাথে পড়তে বসবেন?
মুন্নি:- বেশি কথা না বলে তুই নিজের মত পড়।
আমার পাশে বসে পড়তে লাগলো হঠাৎ জোরে একটা আকাশের গর্জনে সাথে সাথে মুন্নি আমার হাতটা শক্ত করে ধরলো।
আমি:- কি ব্যাপার আমার হাত ধরলেন কেন?
মুন্নি:- এমনি। কেন হাত ধরতে দিবি না নাকি ?
#চলবে,,,,,,
{অনুমনি ছাড়া গল্প কপি করা নিষেধ}
★
★★
★★★
★★★★
★★★★★ (ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন)
No comments