দ্বীনের পথে ফেরা (পর্ব:- ০৭)
ফাতেমা:- কিরে ঘুম আসছো…..?
আমার মন বলে ফাতেমা ঐ মেসেজটা আমাকেই দিয়েছিলো কথা বলার জন্য…..!
তখন আমি অনেক খুশি যে ফাতেমা আমার সাথে কথা বলবে বাট আমি ফরহাদের ফোনের পাসওয়ার্ড জানিনা…..!
তাই ফরহাদ কে কয়েক বার ডাক দিয়েছিলাম যে ফোনের লক খুলে দেওয়ার জন্য কিন্তু ও এমন ঘুম আসছে যে ওর কোনো সারা শব্দ নেই তাই মেসেজটা কিছুক্ষন দেখে মনটা খারাপ করে ঘুমাই গেলাম…..!
দেখতে দেখতে মাদ্রাসায় যাওয়ার দিন চলে আসলো। তারপর আমি মাদ্রাসায় চলে গেলাম। মাস্রাসায় আমাদের জামাতের/বিভাগের হুজুর এর সাথে ভালো সম্পর্ক ছিল আমার কারণ আমাদের ক্লাসে আমি সবার বয়সে বড়। হুজুর আমায় বললেন…..!
হুজুর:- তুমি এর আগে কোথায় পড়েছো…..?
আমি:- হাইস্কুলে হুজুর…..!
হুজুর:- তাহলে এত পরিবর্তন কিভাবে হলো তোমার মধ্যে…..!
আমি:- হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের বয়ান শুনে...জানি না কেন জানি এই কথা বলে আর নিজেকে সামলাতে পারিনি কান্না করে দিয়েছিলাম। কান্নার কারণে কথা বলতে পারতেছিলাম না…..!
হুজুর আমায় শান্তনা দিয়ে বললেন…..!
হুজুর:- তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো…..?
আমি: এইবার SSC-2021 পরীক্ষা দিবো…..!
হুজুর:- তুমি ঐ লাইনে SSC পরীক্ষার্থী তুমি ঐ দিকেই ফিরে যাও ঐ দিকে আমাদের লোকজন দরকার এখন… কারণ মুল চেয়ার গুলো দখল করে আছে অযোগ্যরা… ইন শা আল্লাহ্ তোমাদের মত ছেলেরা যদি ঐ পর্যায়ে যেতে পারো তাহলে তোমাদের দ্বারা অন্য মানুষ কষ্ট পাবেনা… হুজুর আমায় আরও অনেক পারামর্শ দিয়ে বললেন...মাদ্রাসায় আসছোই যখন কিছু দিন থেকে কুরআন শরীফ পড়াটা শুদ্ধ করে নেও…..!
তারপর আমি হুজুরের কথা মেনে নেই....কুরআন শরিফ শুদ্ধ করে শিখে বাড়িতে চলে আসলাম…..!
তারপর আবার প্রাইভেটে ক্লাস করা শুরু করলাম.. এর মধ্যে করোনা একটু সাভাবিক হওয়া শুরু করেছে তাই কোচিং খুলেছে...তারপর থেকে কোচিং এ পড়া শুরু করলাম…..!
এই ভাবেই চলছিল আমার দিন..একদিন ফাতেমার মোবাইল নাম্বারটা আমি পেয়ে যাই আর আমি ওরে মেসেজ দিতাম বাট ও আমায় রিপ্লাই দিতো না…..!
আমি ফাতেমাকে মেসেজ দিতাম সেই গুলো ফাতেমা ওর বান্ধবিদের বলতো যা ফাতেমা বলার সময় আমার কানে আসতো তখন আমি অনেক কষ্ট পেতাম। বাট কিছু মনে করতাম না সব মেনে নিতাম কারণ প্রিয় মানুষ সেই জন্য…..!
একদিন কোচিং এ গিয়ে বসেছিলাম ঐ সময় ফাতেমাকে নিয়ে একটা ছেলে খারাপ কথা বলে…..!
আমি ওরে কিছু বলিনি...সেই দিন রাতে আমি একটা মাহফিলে গিয়েছিলাম..তখন আমি ফাতেমাকে মেসেজ দিলাম…..!
আমি:- তোমায় একটা কথা বলবো বাট কাউকে বলা যাবে না...অমুক ছেলেটা তোমায় নিয়ে বাজে কথা বলেছে ওর সাথে কথা বলবা না ঠিক আছে…..!
ফাতেমা:- কি বলেছে ঐ ছেলে…..!
আমি:- তারপর সেটা ফাতেমাকে বললাম…..!
এই ভাবে ফাতেমার সাথে আমার কথা হয়ে ৪ দিন ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের ২০,২১,২৩,২৫ তারিখ…..!
২৫ তারিখ রাতে আমি ফাতেমাকে বলি আমি ওরে অনেক ভালো বাসি..কিন্তু ফাতেমা তখনও আমায় না করে দেয়..আমি ওরে অনেক বুঝায় বাট ফাতেমা বুঝে না এক পর্যায়ে ফাতেমা আমায় বলে যে আমার মেসেজের রিপ্লাই দেওয়াটাই ওর সব চেয়ে বেশি ভুল হয়েছে...ও বলে ওরে যেন আমি আর মেসেজ না দেই...সেই দিন পুরাটা রাত ওর জন্য কান্না করেছি রাতে আর ঘুম হইনি…..!
পরের দিন সন্ধার পর ফাতেমার বান্ধবির কাছে আমি ওয়াদা দিয়ে ফেলি যে আমি আর ফাতেমাকে কোন দিন মেসেজ দিবো না... সেই রাতেও কান্না করেছি যে আমি এটা কি করলাম…..!
দেখতে দেখতে অনেক দিন কেটে গেল আমি সিদ্ধান্ত নিলাম ফাতেমাকে গোলাপ ফুল দিয়ে প্রোপোজ করবো সেই অনুযায়ী সোহান আর হাসান আমার জন্য গোলাপ ফুল নিয়ে আসে…..!
পরের দিন আমি অনেক সকালে গিয়ে ফাতেমার জন্য অপেক্ষা করতে লাগলাম এক সময় ফাতেমা আসলো কিন্তু আমাদের ব্যাসের শুধু আমি ফাতেমা আর সোহান এসেছি সেই সময়, সোহান আমার হাতে ফুল দিয়ে চলে গেলো বাহিরে…..!
আমি ক্লাস রুমে প্রবেশ করে দেখি ফাতেমা বসে আছে আমি সোজা গিয়ে ফাতেমার সামনে হাটু গেরে বসে ওরে বলবো যে I Love You কিন্তু ভয়ে বলতে পারতিছি না, আমার পুরো শরীর কাপতেছিল ভয়ে…..!
বিশেষ করে হাত বেশি কাপতেছিলো..আমি সাহস করে ফাতেমাকে বললাম…..!
আমি:- ফাতেমা আমি তোমায় অনেক ভালোবাসি I Love You…..!
তখন ফাতেমা বলল…..!
No comments