ICABGU

ICABGU
PICCI LEKHOK

দ্বীনের পথে ফেরা (পর্ব:- ০১)

 


#গল্প:- দ্বীনের পথে ফেরা
#লেখক:- পিচ্চি লেখক
#সিজন:-
#পর্ব:- ০১

🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
গল্পটা কি ভাবে শুরু করবো বুঝতেছি না…..!
যাহোক গল্পটা একজন ভাইয়ের জীবনে ঘটে যাওয়া ঘটনা…..!
আমার নাম ফাহাদ ইসলাম। বাসা গাইবান্ধা জেলায়। আমার পরিবারে আমি বাবা মা আর ছোট এক পিচ্চি বোন আছে…..!
আমি যখন ৮ম শ্রেণিতে পড়ি তখন একটু একটু করে সব কিছু বুঝতে শুরু করি। আমার প্রতিদিনের রুটিন ছিল…..!
স্কুলে যাওয়া কোচিং করা আর প্রায় অর্ধেক রাত জেগে গান শোনা…..! আমি প্রায় ২-৩ দিন পর-পরই কম্পিউটারে গিয়ে গান তুলে নিয়ে আসতাম। একদিন গান শুনতে শুনতে হঠাৎ করে গানের ভিতরে একজন আলেমের বয়ান চলে আসে,,,,,!
বয়ান টা ছিল প্রায় ২০ মিনিটের….!
বয়ানটা শুনে অনেক ভালো লাগলো…..!
তাই আমি বার বার ঐ বয়ানটা শুনতে লাগলাম কেন জানি যত শুনি ততই শুনতে ভালো লাগে। ঐ বয়ানটা শুনতে শুনতে আমি গান শোনা বাদ দিয়ে দেই। এখন শুধু সারাক্ষণ ঐ বয়ানটাই শুনি…..!
কিছু দিন পরে ঐ আলেমের আরও কিছু বয়ান তুলে নিয়ে আসি এবং নামাজ পড়া শুরু করি। এর সাথে গান শোনা বাদ দিয়ে দেই…..!
আমার একটা অভ্যাস ছিল আমি কোন মেয়েদের সাথে কথা বলতাম না কিন্তু একটা মেয়ের দিকে কেন জানি বার বার তাকাতাম…..!
আমি বুঝতে পারলাম মেয়েটাকে আমার পছন্দ হয়। মেয়েটার নাম ফাতেমা…..!
এই ভাবে দেখতে দেখতে ক্লাস নাইনে উঠলাম। আমি যে ঐ মেয়েটাকে পছন্দ করতাম সেটা কেউ জানতো না কারণ আমি কাউকে বলিনি…..! কাউকে বলতেও পারতাম না কারণ ফাতেমার বাবা মা জানলে যদি জানতে পারে এই বিষয়টা তারপর যদি ফাতেমাকে কিছু বলে এই ভয়ে কাউকে বলি নি…..!
আর ফাতেমা কেউ বলতে ভয় পেতাম যদি ফাতেমা না করে দেয়…..!
কোচিং এর মাঝে মাঝে দেখতাম ফাতেমা আমার দিকে তাকায় কিন্তু যখন চোখে চোখ পরে তখনই ফাতেমা অন্য দিকে তাকাইতো…..!
স্কুলে কোনো কিছু হলে যদি ফাতেমা পার্টিসিফেট করতো তাহলে আমিও চেষ্টা করতাম সেটাতে পার্টিসিফেট করার…..!
একবার স্কুলে খুঁদে ডাক্তারের নাম দেওয়ার জন্য স্যার আমাদের বলল, কিন্তু আমি সোহান প্রথমে নাম দেইনি…..!
যখন দেখলাম ফাতেমা নাম দিয়েছে তখন আমি আর আমার বেষ্ট ফ্রেন্ড সোহান খুঁদে ডাক্তারের তালিকায় নাম দেই…..!
সেদিন স্কুল এবং কোচিং শেষ করে বাড়িতে চলে আসলাম। রাতে আমার বেষ্ট ফ্রেন্ড সোহানকে মেসেজ দিলাম…..!
আমি:- আসসালামু আলাইকুম…..!
সোহান:- ওলাইকুম আসসালাম…..!
আমি:- কি খবর…..?
সোহান:- এইতো ভালো। তোমার…..?
আমি:- আরহামদুলিল্লাহ ভালো। কি করো…..?
(আমি আবার আমার সব বন্ধুদেরকে তুমি করে বলি)
সোহান:- এই তো পড়তিছি। তুমি কি করো…..?
আমি:- আমিও পড়তিছি। খাওয়া দাওয়া করেছো…..?
সোহান:- না। তুমি…..?
আমি:- না। তোমায় একটা কথা বলব কাওকে বলবে না তো আবার…..!
সোহান:- আগে বলো তারপরে ভেবে দেখবো…..!
(সোহান আবার একটা মেয়েকে পছন্দ করে তার নাম বুশরা)
আমি:- না আগে ওয়াদা দিতে হবে যে কাউকে বলবে না এই কথা, তারপর বলব…..!
সোহান:- ওয়াদা দিতে পারবো না। তোমার ইচ্ছা হলে বলো না হলে বলো না…..!
আমি:- আমি না একটা মেয়েকে ভালোবাসি…..!
সোহান:- কি বলো। সত্যি নাকি এই কথা…..!
আমি:- হুম সত্যি…..!
সোহান:- নাম কি মেয়েটার…..?
আমি:- আগে ওয়াদা দিতে হবে যে কাউকে বলবা না এই কথা। তারপর নাম বলল..... !
সোহান:- ওকে বলো…..!
আমি:- ফ দিয়ে নাম ওর…..!
সোহান:- ফ দিয়ে তো আমাদের ক্লাসে ২ জন মেয়ে আছে নাম বলো…..!
আমি:- নাম বলা যাবে না আগে তুমি বলো তো দেখি কে হতে পারে মেয়েটা…..!
সোহান:- ফারিহা নাকি…..!
আমি:- আরে না…..!
সোহান:- তা কে ফাহমিদা…..!
আমি:- আরে না…..?
সোহান:- তো কে হে…..?
আমি:- কাউকে বলবে নাতো…..!
সোহান:- না বলো…..!
আমি:- ফাতেমা…..!
সোহান:- ফাতেমা মানে বুশরার বান্ধবি তাই না…..!
আমি:- হুম। কিছু আমার ভয় লাগে ওরে জানাতে…..!
সোহান:- আরে কিসের ভয়…..!
আমি:- আরে ও কত ভালো ছাত্রী ওর রোল ১ আর আমার রোল কোথায় ২৭…..!
সোহান:- আরে লেখাপড়া দিয়ে কি রিলেশন হয়। পছন্দ যদি হয়ে থাকে তাহলে লেখা পড়ায় কিছু যায় আসেনা…..!
আমি:- ওকে। কাল স্কুলে কথা হবে…..!
সোহান:- ওকে। গুড নাইট…..!
আমি:- গুড নাইট…..!
পরের দিন আমি স্কুলে গিয়ে দেখি সোহান অনেক আগে স্কুলে এসে হাজির।…..!
সোহান:- তাহলে তলে তলে এত কিছু তাই না…..!
আমি:- হুম।
দেখতে দেখতে ক্লাসের সময় হয়ে আসলো…..!
আমাদের একটা স্যার ছিল হুজুর। স্যার ক্লাসে আসলো এবং স্যার ক্লাস শেষ করে আমায় বলল…..!
স্যার:- ফাহাদ আগামী কল মাহাফিল আছে, মাহাফিলে যাবা…..!
আম:- ইং শা আল্লাহ যাবে স্যার…..!
স্যার:- ওকে…..!
ঐ দিনের মতো ক্লাস শেষ করে বাড়ি আসলাম। পরের দিন মাহফিলে গেলাম আমার বন্ধুরাও গেল মাহফিলে…..!
মাহফিলে পৌছালাম সন্ধার পর হালকা খাওয়া দাওয়া করে মাহফিলে বসলাম বয়ান শোনার জন্য…..!
প্রধান অতিথির বয়ানে হুজুর বয়ান করতে উঠলেন। বয়ানের শেষে কান্নার বয়ান শুরু করলেন হুজুর। কেন জানি বয়ান শুনে অনাবরত আমার দুচোখ দিয়ে পানি ঝরতে লাগল…..!
এক সময় হুজুর বলল এ ক্লাস টেনের ছাত্ররা তোমরা কি দেখনি ক্লাস নাইনে কত ছেলে কবরে চলে গেছে। এ ক্লাস ৯ এর ছেলেরা তোমারা কি দেখোনি ক্লাস Eight এর কত ছাত্ররা কবরে চলে গেছে…..!
বয়ানের মাঝে আমি নিয়ত করলাম, আমি আর শার্ট পেন্ট পরবো না…..!
আজ থেকে সুন্নাতি পোশাক পরবো…..!
বয়ান শেষ করে বাড়িতে আসলাম এসে দেখি ৩টা বাজে। রাতে আর ঘুম হলো না টেনশনে…..!
কি ভাবে আমি সুন্নাতি পেশাক পরবো। মানুষ কত কি বলবে এই সব ভেবে…..!
দেখতে দেখতে ফজরের আযান হয়ে গেল নামাজ শেষ করে আল্লাহর কাছে হাত তুলে অনেক কান্নাকাটি করে দোয়া করলাম যে আল্লাহ্ তায়ালা যেন আমায় তার দ্বীনের রাস্তায় চলা সহজ করে দেয়…..!
নামাজ শেষ করে শুয়ে পরলাম কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারি না…..!
ঘুম থেকে উঠে পাঞ্জাবি টুপি পরে কোচিং এ চলে গেলাম…..!
কোচিং এ গিয়ে ক্লাস রুমে প্রবেশ করতে যাব তখনই কোচিং এর এক স্যারের সাথে দেখা। স্যারের সাথে কথা বলার পর রুমে প্রবেশ করলাম…..!


#চলবে,,,,,,

{অনুমনি ছাড়া গল্প কপি করা নিষেধ}

★★
★★★
★★★★
★★★★★ (ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন)

No comments

Theme images by Raycat. Powered by Blogger.