ICABGU

ICABGU
PICCI LEKHOK

অবহেলিত ছেলেটি যখন এমপি (পর্ব:- ০৫)


#গল্প:- অবহেলিত ছেলেটি যখন এমপি
#লেখক:- পিচ্চি লেখক
#পর্ব:- ০৫

[বিঃদ্রঃ গতকাল ১৭ তারিখ এবং আজ ১৮ তারিখ আমার পরীক্ষা থাকায়,,,,, গত ১৬ ও ১৭ তারিখ গল্প দিতে পারিনি সেই জন্য আমি আন্তিরিক ভাবে দুঃখ প্রকাশ করতেছি]

 

হঠাৎ ফাতেমা ওর ডান পাশ তাকিয়ে আমায় বললো…..!

ফাতেমা:- ঐ যে দেখ আমার ভাইয়া…..!

আমি ঐ দিকে তাকিয়ে দেখি একটা লোক পার্কে প্রবেশ করতিছে আর তার চারপাশে অনেক ছেলে পেলে……!

ফাতেমা কথাটি বলে আমার দিকে তাকাতেই দেখে যে আমি ফাতেমার পাশে নেই…..!

আমায় না পেয়ে ফাতেমা মনে মনে বলতিছে পাগলটা কত ভীতু, হঠাৎ ফাতেমার ভাই ফাতেমাকে পার্কে একা বসে থাকতে দেখে ফাতেমার কাছে এসে বলল…..!

নিলয়:- কিরে পার্কে একা একা বসে কার জন্য অপেক্ষা করতিছিস….!

ফাতেমা:- ভাইয়া তুই কিছু ঠিক করতেছিস না, তুই কি জানিস আমি কারও জন্য অপেক্ষা করতিছি কি না…..!

নিলয়:- হইছে এবার চুপ কর। বাসায় যাব নাকি…..?

ফাতেমা:- হুম যাবো একটু পড়। তুই বাসায় যাবি এখন…..?

নিলয়:- না.... ঠিক আছে রাতে বাসায় গিয়ে কথা বলব…..!

ফাতেমা:- আচ্ছা ভাইয়া…..!

এই দিকে আমি তারাতারি বাসায় এসে মনে মনে বলতিছি যাক বাবা জন্মের বাচাঁ বেঁচে গেছি…..!

বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এসে,,,, নামাজ পড়ে শুয়ে পড়লাম…..!

ফোন হাতে নিয়ে মেসেন্জারে ঢুকেই দেখি ফাতেমা আমায় মেসেজ দিয়েছে…..!

ও সরি আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি আসলে ফাতেমার সাথে কথা বলতে বলতে কখন যে আমি ফাতেমাকে ভালোবেসে ফেলছি আমি নিজেও জানিনা…..!

কিন্তু এই ফাতেমা জানেনা…..! ফাতেমা আমায় মেসেন্জারে কল দিয়েছে,,, আমি কল কেটে দিয়ে ফাতেমাকে মেসেজ দিলাম…..!

আমি:- কি হয়েছে কল দিচ্ছেন কেন…..?

ফাতেমা:- কতগুলো মেসেজ দিয়েছি তোকে একটারও রিপ্লাই দিছেছিস….!

আমি:- কোথায় কতগুলো মেসেজ দিয়েছেন মাত্র তো ২ টা মেসেজ দিয়েছেন…..!

ফাতেমা:- ঐ হলো অনেক গুলো…..!

আমি:- হুম…...!

ফতেমা:- তখন তুই পার্ক থেকে পালাইছিলি কেন.... আমার ভাইয়াকে ভয় করিস নাকি…..!

আমি:- আমি ভয় পাবো তাও আবার তোমার ভাইকে,,, এত ভীতু এই ফাহাদ না বুঝছো…..!

ফাতেমা:- থাক আর বলতে হবে না,, আমি সব বুঝেছি…..!

আমি:- কি বুঝছো…..!

ফাতেমা:- তুই যে এত ভীতু সেটা আমি ভালো ভাবেই বুঝতে পারছি…..!

আমি:- আমি ভীতু না…..!

ফতেমা:- হুম মানলাম তোর কথা, আচ্ছা ফাহাদ তোকে একটা কথা বলি…..!

আমি:- বলেন কি বলবেন…..!

ফাতেমা:- ‍তুই কি কিছু বুঝিন না….!

আমি:- কি বুঝিবো  আমি….!

ফাতেমা:- থাক তোকে কিছু বোঝা লাগবে না…..!

আমি:- আরে কি বুঝবো বলো প্লিজ……!

ফাতেমা:- জানিস আমি না একটা একজন কে ভালোবাসি…..!

ফাতেমার কথা শুনে মনটা খারাপ হয়ে গেলে জীবনে প্রথম কোনো মেয়েকে ভালোবাসলাম বাট তাকে বলার আগেই ছেকা খেলাম দূর…..

ফাতেমা:- কি হলো কিছু বলিস না কেন?

ফাতেমার মেসেজের শব্দে আমি ভাবনার জগত থেকে ভিরে আসলাম

আমি:- না কিছু না আম্মু ডেকে ছিলো তো তাই আম্মুর কাছে গিয়েছিলাম….! (মিথ্যা বললাম)

ফাতেমা:- বুঝলি আমি যে ওরে এত….তো ভালোবাসি সেটা ঐ গাধাটা বুঝেই না…..!

আমি:- তাহলে এক কাজ করেন, আপনার ভাইয়াকে বলেন তাহলেই তো হয়…..!

ফাতেমা:- ভাইয়াকে বলে কি করবো.....!

আমি:- ছেলেটা আপনার ভাইয়ার নাম শুনেই রাজি হয়ে যাবে 😁😁😁

ফাতেমা:- একদম হাসবি না বলেদিলাম, হাসলে একদম খবর খারাপ করে দিবো তোর…..!

আমি:- আচ্ছা আমি আর হাসবো না…..!

ফাতেমা:- আচ্ছা ফাহাদ তোরে একটা কথা বলি…..!

আমি:- বলেন…..!

ফাতেমা:- আজ না পরীক্ষার শেষের দিন বলবো…..!

আমি:- ওকে ঠিক আছে…..!

তারপর আমি এশার নামাজ পড়েতে গেলাম, নামাজ পড়ে এসে ঘুমাই গেলাম….

ঐ দিকে ফতেমা আর ফাতেমার ভাইয়া নিলয় খাবর খাচ্ছে…..!

ফাতেমা:- ভাইয়া তোকে একটা কথা বলি…..!

নিলয়:- বল কি বলবি…..!

ফাতেমা:- আমি একা একা বাসায় থাকতে অস্বস্থি লাগে একটা ভাবি নিয়ে আয়…..!

নিলয়:- এই চিন্তা এখন বাদ দে আগে তোকে বাড়ি থেকে বিদায় করবো তারপর আমি চিন্তাভাবনা করে দেখবো আমার ব্যাপারে…..!

ফাতেমা:- তুই আমাকে দেখতেই পারিস না আমি মনে হয় তোর সৎ বোন,,, আজ যদি আব্বু আম্মু বেঁচে থাকতে তাহলে এই দিক দেখতে হবে না আমায় বলে ফাতেমা ন্যাকা কান্না করে দিয়েছে…..!

(প্রিয় পাঠকেরা আপনারা কি জানেন মেয়েরা সব চেয়ে বেশি ন্যাকা কান্না করতে পারে 😁😁😁। পাঠীকারা আপনারা আবার রাগ করেন না যেটা সত্য সেটাই তুলে ধরলাম আরকি 😁😁😁)

নিলয়:- হয়েছে এবার ন্যাকা কান্না থামা….!

ফাতেমা:- আচ্ছা ভাইয়া তোকে একটা একটা কথা বলি…..!

নিলয়:- বল…..!

ফাতেমা:- আমার না একটা ছেলেকে ভালোবাসি…..!

নিলয়:- ছেলেটা কি করে…..!

ফাতেমা:- জানিনা রে ভাইয়,,, পরীক্ষা দেওয়ার সময় পরিচয় হয়েছে….!

নিলয়:- বাব…বাহ এত….তো ভালেবাসা এই কয়েক দিনের মধ্যে…..!

ফাতেমা:- ‍হুম…..

দেখতে দেখতে আমাদের পরীক্ষা শেষ হয়ে গেলো এই কয়েক দিনে ফাতেমার সাথে অনেক ঘটনা ঘটে গিয়েছে,, আজ আমাদের শেষ প্রাকটিক্যাল পরীক্ষা…..!

পরীক্ষা শেষ হওয়ার পরে আমি আমার বন্ধদের সাথে কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি…..!(যে কলেকে পরীক্ষা হচ্ছে ঐ কলেজে)

হঠাৎ কোথা থেকে জানি ফাতেমা আসলো এসেই……….

 

 

#চলবে…….

 

{অনুমনি ছাড়া গল্প কপি করা নিষেধ}


★★
★★★
★★★★
★★★★★ (ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন)

No comments

Theme images by Raycat. Powered by Blogger.