অবহেলিত ছেলেটি যখন এমপি (পর্ব:- ০৩)
ফাতেমা:- পরীক্ষা শেষে আমার
সাথে দেখা না করে চলে আসছো কেন?
আমি:- এমনি চলে আসছি।
ফাতেমা:- এমনি বললেই হবে….বলো
বলছি কেন চলে আসছো..
আমি মনে মনে ভাবতিছিরে কি
মেয়েরে বাবা একবার আপনি করে বলে একবার তুই করে বলে এখন আবার তুমি করে বলতেছে। এ তো
দেখি গিরগিটির চেয়েও একপা এগিয়ে…
ফাতেমা:- কিরে কথা বলিস না
কেন?
আমি:- মাথা ব্যাথা করছিল
তাই বলে আসছি। (মিথ্যা বললাম)
কারণ আমার একটা সম্মান আছে
না সত্যি কথা বলে নিজের মান সম্মান ডুবিয়ে দিবো একটা মেয়ের কাছে…মনে মনে বলতিছি কথা
গুলো…
দেখছেন পাঠক-পাঠীকারা এখনই
তুমি করে বলে আবার তুই করে বলতিছে…
ফাতেমা:- ঐ একদম মিথ্যা বলবিনা
মিথ্যা বললে তোর হাত পা ভেঙ্গে দিবো।
আমি:- আপনি তো খুব গুন্ডি
মেয়ে…
ফাতেমা:- কি বললি তুই….
আমি:- কিছু না…
বলেই অফলাইনে চলে গেলাম…..কারণ
অনলাইনে থাকলে আমার অবস্থা খারাপ করে দিবে এই গুন্ডি মেয়ে.....
ঐ দিকে ফাতেমা মনে মনে ভাবতিছে
চান্দু কোথায় পালাবা তুমি,,, কয়েক দিন অপেক্ষা করো শুধু দেখো তোমায় কেমন প্যারা দেই…..
পাগলটা আমায় কত ভয় পায়…ফাতেমা এই সব ভাবতিছে আর মুচকি মুচকি হাসতিছে…. হঠাৎ ফাতেমার
কান্ড কারখানা দেখে ফেলে ফাতেমার বড় ভাই আবির…..
আবির:- কিরে ফাতেমা পাগলি
হলি নাকি এমন করে একা একা হাসতিছিস কেন?
আবিরের কথার আওয়াজ শুনে ফাতেমা
ভয় পেয়ে গেছে…. কারণ ফাতেমা ওর ভাইকে প্রচুর ভয় করে…
ফাতেমা:- কি কি…ছু হয়নি ভাইয়া…
আবির:- তুই বললেই হলো কিছু
হয়নি… নাকি আবার আরও প্রেমে টেমে পড়ে গেলি…
ফাতেমা এবার ওর ভাইয়ের কথায়
লজ্জা পাইছে…
ফাতেমা:- না ভাইয়া তেমন কিছু
না… তুমি তো জানোই আমি কেমন মেয়ে…
আবির:- কিছু না হওয়াই ভালো…
থাক আমি বাহিরে যাবো রাতে বাসায় ফিরে কথা বলবো….
আর এই দিকে আমি সোহান কে
ফোন দিলাম…
আমি:- আসসালামু আলাইকুম
!
সোহান:- ওলাইকুম আসসালাম!
আমি:- কোথায় আছিস তুই এখন..
সোহান:- এইতো মাঠে বসে আড্ডা
দিচ্ছি কেন কি হয়েছে…
আমি:- থাক আমি আসতিছি…. বলে
কল কেটে দিলাম..
একটু পর আমি যাওয়ার সাথে
সাথে সোহান আমাকে দেখে উঠেছে দৌড় দিবো…তখনই আমি ফরহাদ কে বললাম..
আমি:- ফরহাদ সোহান কে ধর
ও যেন দৌর দিতে না পারে…
ফরহাদ তাই করলো… আমি গিয়েই
সোহান কে কিল ঘুসি দিতে লাগলাম… কখন মামুন আমায় আটকায় আর বলে যে….
মামুন:- কি হয়েছে এরে এই
ভাবে পিটাচ্ছিস কেন?
আমি:- জানিস সোহান কি করছে..
মামুন:- না । কি করছে সোহান?
আমি:- সোহান ফাতেমাকে বলে
আমায় যেন পিটিয়ে ভালো করে আমি নাকি প্রচুর ফাজিল হয়ছি,..
মামুন:- তাহলে এই কান্ড তলে
তলে এতদুর গেছিস তাহলে…লাইন কি ক্লিয়ার হয়েছে নাকি ফাতেমার সাথে তোর?
আমি:- একদম ফালতু কথা বলবি
না ঐ সব কিছুই না।
মামুন:- আমরা সবই বুঝি…
আমি:- ঘোড়ার ডিম বুঝিস তোরা..
রাতে বাড়ি এসে অনলাইনে ঢুকে
দেখি ফাতেমা আমায় মেসেজ দিয়েছে…
ফাতেমা:- কি করো ?
আমি:- শুয়ে আছি। তুমি কি
করো?
ফাতেমা:- আমিও শুয়ে আছি।
খাবার খাইছো রাতে?
আমি:- হুম। তুমি খাইছো ?
ফাতেমা:- না।
আমি:- কেন খাওনি একদম তো
শুটকি মাছের মতো তুমি চিকনা😁😁😁
ফাতেমা:- ঐ একদম ফাজলমি করবিনা
খবরদার…😡😡
আমি:- ওকে। তা খাবার খাওনি
কেন?
ফাতেমা:- খাইয়ে দেওয়ার মানুষ
নেই তো তাই।
আমি:- তুমি কি এখনও বাচ্চা
আছো নাকি যে খাইয়ে দেওয়া লাগবে।
ফাতেমা:- হুম আমি তো এখনও
একদম পিচ্চি।
আমি:- ভালো । তোমার আম্মুকে
বলো খাইয়ে দিতে।
ফাতেমা:- না আমি আম্মুর হাতে
খাবো না।
আমি:- তা কার হতে খাবা?
ফাতেমা:- একটা বাদর আছে ওর
হাতে ভাবে…
আমি:- তাহলে বাসায় বলো তাহলেই
তো এই বাদরের গলায় ঝুলিয়ে দেয় তোমায়? ভালোই মানেবে তোমাদের বাদর vs বাদরনী..
ফাতেমা:- তুই বাদরনী কাকে
বললি রে?
আমি:- কেন তোমাকে।
ফাতেমা:- দেখ সামনে পরীক্ষার
দিনে তোর কি অবাস্থা করি আমি😡😡
আমি কিছু না বলে ঘুমায় গেলাম…
এর ভিতর যে ৩টা দিন কি ভাবে
কেটে গেছে বুঝতেই পারিনি.. সারাক্ষণ প্রায় ফাতেমার সাথে কথা বলেছি..
পরীক্ষার আগের দিন রাতে ফাতেমার
সাথে কথা বলতেছি…হঠাৎ ফাতেমা বললো..
ফাতেমা:- কাল তো পরীক্ষা
আছে তাই না?
আমি:- হুম।
ফাতেমা:- কাল পরীক্ষার শেষ
হলে বাহিরে অপেক্ষা করিও আমার জন্য।
আমি:- কেন?
ফাতেমা:- আরে তোমায় নিয়ে
ঘুরতে যাবো কোথাও।
আমি:- আমার মাথা খারাপ হয়েছে
নাকি যে তোমার সাথে ঘুরতে যাবো।
ফাতেমা:- ওকে না গেলি… এখন
ঘুমা…
আমি:- ওকে।
কি হলো এটা আমি ফাতেমার সাথে
ঘুরতে যেতে চাইলাম না তবুও ফাতেমা কিছু বললো না কেন? যাই হোক সেটা ওর ব্যাপার আমার
এই ভালো প্যারা থেকে বাচতে পারবো….
ঘুমানোর চেষ্টা করতিছি বাট
চোখে ঘুম আসতিছে না শুধু ফাতেমার কথায় মাথায় আসতিছে….ফাতেমার কথা ভাবতে ভাবেতে যে কখন
ঘুম ধরেছে বলতেই পারি না।
পরের দিন পরিক্ষার হলে গিয়ে
দেখি ফাতেমা আমার আগে এসে বসে আছে…
তারপর আমি বেঞ্চে বসে আমার
ফাইলটা টেবিলে রাখলাম….হঠাৎ ফাইলটা টেবিলের উপর থেকে নিচে পড়ে গেল। আমি নিচু হয়ে ফাইল
হাতে নিয়ে উপরে তাকিয়ে দেখি…….
ফাতেমার সব বান্ধবিরা হকিস্টেক
নিয়ে দাড়িয়ে আছে…
এদের দাড়িয়ে থাকা দেখেই তো
আমার অবস্থা শেষ….. আমি ফাতেমাকে বললাম….
আমি:- আ…আ…আপনারা…এ..এই ভাবে দা…দা….দাড়িয়ে আছেন কেন? (ভয়ে কথা বলতে পারতিছেনা)
তখন ফাতেমা একটা হকিস্টিক
নিয়ে আমার সামনে এসে বলল…
ফাতেমা:-…………………………
#চলবে…….
{অনুমনি ছাড়া গল্প কপি করা নিষেধ}
★
★★
★★★
★★★★
★★★★★ (ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন)
No comments