অবহেলিত ছেলেটি যখন এমপি (পর্ব:- ১২)
র্ভাসিটিতে চলে গেলাম গেট
দিয়ে ঢুকতেছি আর প্রচুর ভয় লাগতেছে র্ভাসিটিতে ঢুকতে,,,, কারণ আমাদের দেশে যত শিক্ষা
প্রতিষ্ঠান আছে তার মধ্যে র্ভাসিটিতে সব থেকে বেশি র্যাগিং হয় সব থেকে বেশি…..!
র্ভাসিটির মধ্যে ঢুকে একটু
সামনে যেতেই কে যেন আমার শরীরের উপর এসে পড়ল…..!
আমি উপরে চোঁখ তুলেই দেখি…..!
এ যেন আস্ত একটা ভুত ও থুক্কু
পরী…..!
মানে একটা মেয়ে একদম মাথা
থেকে পা পর্যন্ত পুরা শরীর কালো বোরকা দারা আবৃত…..!
[বাস্তবে মেয়েদের সৌন্দর্য
প্রকাশ পায় পর্দা করার মাধ্যমে। বর্তমানে মেয়েরা পর্দা করতে চায় না । শুনো বোন ইসলাম
বলে পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হলো নারী। হীরা যেমন দামি যে কারণে হীরা আমারা খোলা
জায়গায় রাখিনা গোপোন জায়গায় রাখি অর্থাৎ লুকিয়ে রাখি কারণ হীরা দামি জিনিস সেই জন্য।
তাহলে নারী যে পৃথিবীর সব চেয়ে দামি সম্পদ নারি তাহলে কেন নারি নিজেকে লুকিয়ে রাখবেন
না ]
তারপর মেয়েটা উঠে বলল…..!
মেয়েটা:- সরি আমি দেখতে পাইনি…..!
আমি:- সরি মানে সুন্দর ছেলে
দেখলে এই রকম গায়ে পড়তে ইচ্ছা করে তাই না…..!
মেয়েটি:- বললাম তো আমি দেখিনি…..!
কথাটা বলে মেয়েটি চলে গেলো…..!
আমি র্ভাসিটির ভেতরে একটু
সামনে যেতেই দেখলাম একদল ছেলেরা নতুনদের র্যাগিং করতেছে…..!
আমি ওদের সামনে যেতেই একজন
আমায় ডাক দিলো…..!
---এই ছেলে এই দিকে শুন…..!
তারপর আমি ওদের সামনে গিয়ে
বললাম…..!
আমি:- জ্বি ভাইয়া বলেন…..!
---আমাদের দেখে ঐ দিকে চলে
যাচ্ছিন কেন না দেখার ভান করে…..!
আমি:- কো কই চলে যাচ্ছিলাম
আমি তো আপনাদের দিকেই আসতেছিলাম…..!
---একদম মিথ্যা কথা বলবি
না…..!
আমি:- না ভাইয়া আমি তো একদম
খাঁটি সরিষার মতো খাঁটি সত্যি কথা…..!
---হয়েছে এবার চুপ কর,, তোকেক
একটা কাজ করতে হবে…..!
আমি:- কি কাজ করতে হবে ভাইয়া…..!
---ঐ যে মেয়েটাকে দেখতেছিস
ঐ মেয়েকে গিয়ে প্রপোজ করবি…..!
আমি:- আমি কেন বলতে যাবো
ভাইয়া আমি তো উনাকে চিনিই না…..!
---চিনিস আর না চিনিস সেটা
জানার বিষয় আমাদের না তোকে যেটা বলা হচ্ছে সেটাই কর…..!
আমি:- কিন্তু ভাইয়া…..!
---কোনো কিন্তু না, যদি আমাদের
কথা না শুনিস তা হলে তোর খবর আছে বলে দিলাম…..!
আমি:- কোন মেয়েকে প্রপোজ
করতে হবে ভাইয়া…..!
---ঐ যে বোরকা পড়া ঐ মেয়েকে
গিয়ে প্রপোজ করবি…..!
আমি মনে মনে বলতেছি প্রপোজ
তো করবোই না বরং দৌর দিবো আর এদের সামনে আসবো না…..!
---কিরে কি ভাবতেছিস পালিয়ে
যাওয়ার চিন্তা করতেছিস নাকি, ভুল করেও এটা কল্পনা করিস না যদি পালিয়ে যাস তাহলে তোর
এমন অবস্থা করবো যে নিজেই নিজেকে দেখে চিনতে পারবি না…..!
আমি:- ওকে ভাইয়া আমি যাচ্ছি…..!
তারপর আমি ঐ মেয়ের সামনে
গিয়ে বললাম…..!
আমি:- আপু একটু শুনবেন…..!
মেয়েটা আমার দিকে ঘুরে বলল
মেয়েটি:- জ্বি বলেন…..!
আমি তো মেয়েটার চোঁ দেকেই
টাশকি খেয়ে গেলাম কারণ এটা তো সেই মেয়ে যে র্ভাসিটিতে ডোকার পরে আমার উপরে পড়েছিল…..!
আমি:- না মানে I love
you…..!
কথাটা বলেই আমি দিলাম এক
দৌর, দৌরে ঐ ভাইয়াদের কাছে গেলাম…..!
---কিরে ঐ মেয়েকে প্রপোজ
করেছিস…..!
আমি:- জ্বি ভাইয়া করেছি,,
এখন তাহলে আমি যাই…..!
---যাবি, ওকে যা…..!
তারপর আমি খুজতে লাগলাম আমার
ক্লাস রুম…..!
হঠাৎ সকালের ঐ মেয়েটা আমার
সামনে এসে হাজির…..!
ঐ মেয়ে:- এই যে মিস্টার…..!
আমি:- জ্বি আপু বলেন…..!
ঐ মেয়ে :- এখন আপু বলতেছিস
কেন তখন তো আমায় I love you বলে পালিয়েছিলি…..!
আমি:- না মানে আপু আমি ঐ
সব ইচ্ছা করে করিনি…..!
ঐ মেয়ে:- তাহলে…..!
তাারপর আমি সব কিছু খুলে
বললাম উনাকে…..!
ঐ মেয়ে:- তাহলে সত্যি বলতেছেন
তো…..!
আমি:- জ্বি…..!
ঐ মেয়ে:- আপনার নাম কি…..?
আামি:-জ্বি আমার নাম ফাহাদ,
আপনার নাম কি…..?
ঐ মেয়ে:- আমার নাম নিলিমা
আমি:- মচৎকার নাম তো আপনার…..!
নিলিমা:- থাক আর পাম দেওয়া
লাগবে না, বাই দা ওয়ে আপনি কোন ইয়ারে পড়েন…..!
আমি:- নিউ এ্যাডমিটেড, প্রথম
ইয়ারে,,,,আপনি কোন ইয়ারে পড়েন…..!
নিলিমা:- সেম…..!
আমি:- ভালো তো…..!
নিলিমা:- হুম তো দাড়িয়ে থেকেই
কথা বলবেন নাকি চলুন কোথাও বসে কথা বলি…..!
আমি:- ওকে চলেন…..!
তারপর কথা বলে ক্লাস করে
বাসায় চলে গেলাম একটা বাসা ভারা নিয়েছি এন্ড একটা জবও খুজে নিয়েছি…..!
জবটা খুজে পেতে তেমন কষ্ট
হয়নি কারণ কম্পিউটারের অনেক কিছুই শিখা ছিলো,,,,জবটা ছিল পার্ট টাইম জব…..!
তারপর অফিসে গিয়ে কাজ শেষ
করে বাসায় গিয়ে কাজ শেষ করে বাসায় এসে লেখা
পড়া শেষ করে দিলাম এক ঘুম…..!
সকালে ঘুম ভাৎলো ফোনের আওয়াজে…..!
ফোন হাতে নিয়েই দেখি…..
#চলবে…….
{অনুমনি ছাড়া গল্প কপি করা নিষেধ}
★
★★
★★★
★★★★
★★★★★ (ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন)
No comments