ICABGU

ICABGU
PICCI LEKHOK

অবহেলিত ছেলেটি যখন এমপি (পর্ব:- ১৩)

  



#গল্প:- অবহেলিত ছেলেটি যখন এমপি
#লেখক:- পিচ্চি লেখক
#পর্ব:- ১৩

সকালে ঘুম ভাৎলো ফোনের আওয়াজে…..!

ফোন হাতে নিয়েই দেখি…..

নিলিমা ফোন দিয়েছে, আমি ফোনটা রিসিভ করে কানে ধরতেই…..!

নিলিমা:- আজ র্ভাসিটিতে আসবেন না…..!

আমি:- জ্বি জাবো তো…..!

নিলিমা:- সময় দেখেছেন এখন কয়টা বাজে…..!

আমি:- কয়টা আর বাজবে মনে হয় ৬ টা বাজে…..!

কথাটি বলে ফোনের দিকে তাকাতেই দেখি ৯ টা বাজে…..!

তারপর আমি তারা তারি ফোন কেটে দিয়ে ফ্রেশ হয়ে র্ভাসিটির উধশ্যে রওনা দিলাম…..!

র্ভাসিটিতে গিয়ে দেখি নিলিমা আমার জন্য ক্যাম্পাসে অপেক্ষা করতেছে, আমি নিলিমার সামনে যেতেই নিলিমা আমায় বলল…..!

নিলিমা:- এতক্ষণ লাগে আপনার আসতে…..!

আমি:- গত রাতে একটু দেরি করে ঘুমিয়েছিলাম তো তাই সকালে জাগা পাইনি…..!

নিলিমা:- তাই নাকি…..!

আমি:- হুম…..!

নিলিমা:- তা গতকাল এতরাত জেগে কোন মেয়ের সাথে কথা বলেছেন…..!

আমি:- কি বলছেন এই সব…..!

নিলিমা:- নিশ্চয় মেয়েটা আপনার GF ছিলো তাই না…..!

আমি:- আরে বাবা আমার কোনো GF নেই বুঝছেন, আর আমি গতকাল কোনো মেয়ের সাথেও কথা বলিনি বুঝেছেন…..!

নিলিমা:- হুম বুঝেছি, তা এতরাগ জেগে কি করেছেন আপনি হুম…..!

আমি:- লেখা পড়া করেছি আরকি…..!

নিলিশা:- এত লেখাপড়া করে কি হবে ‍হুম…..!

আমি:- আমায় লেখা পড়া করায় লাগবে সামনে অনেক বড় পরিকল্পনা আছে আমার…..!

নিলিমা:- তাই নাকি তা কি পরিকল্পনা আছে আপনার,,, আমার সাথে শেয়ার করা যাবে…..!

আমি:- অন্য দিন শেয়ার করবো ইন শা আল্লাহ্…..!

নিলিমা:- আজকেই বলা লাগবে…..!

আমি:- আরে বললাম তো অন্য দিন বলবো…..!

নিলিমা:- আপনি বলবেন কি না বলেন তো,,,,,(রাগী চোখে আমার দিকে তাকিয়ে বলল কথাটা)

আমি:- ওকে চলুন সামনে বসে কথা বলতেছি…..!

নিলিমা:- ওকে চলেন…..!

তারপর আমি আর নিলিমা ক্যাম্পাসে বসে আমার জীবনের সব কথায় বললাম নিলিমাকে…..!

নিলিমা:- এত কিছু হয়েছে আপনার সাথে, এই সব তো সিনেমায় হয় আর সেই সব কিছু আপনার সাথে বাস্তবে হয়েছে…..!

আমি:- ‍হুম…..!

নিলিমা:- তাহলে এই রাজনীতি করার ইচ্ছা কেন আপনার…..!

আমি:- সবাই তো লেখা পড়া করে ডাক্তার, ইন্জিনিয়ার, প্রফেসর ইত্যাদি হতে চায় বাট কেউ নেতা হতে চায় না । আর যদি সবাই ডাক্তার, ইন্জিনিয়ার, প্রফেসর ইত্যাদি হয় তাহলে সবাজের নেতৃত্ব কে দিবে…..!

নিলামা:- গুড, রাজনীতি যখন করবেন তাহলে এত লেখাপড়া করে কি করবেন হুম…..!

আমি:- লেখাপড়া নেতা হয়ে যদি দূরনীতিবাজ হয় তাহলে আমার মধ্যে আর তাদের মধ্যে কিসের পার্থক্য থাকলো বলেন, সেই জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি। লেখা পাড়া শেষ করবো তারবো এ্কজন সৎ-নিষ্ঠাবান নেতা হবো ইন শা আল্লাহ্। যদি আল্লাহ্ কবুল করেন…..!

নিলিমা:- গুড দোয়া করি আপনার জন্য আপনি যেন সমাজের দায়িত্বটা সঠিক ভাবে পালন করতে পারেন…..!

আমি:- জ্বি…..!

নিলিমা:- বাই দ্যা ওয়ে আপনার জেলার নামই তো শোনা হয়নি, আপনার বাসা কোন জেলায়…..?

আমি:- গাইবান্ধা জেলায়…..! আপনার বাসা কোন জেলায়…..?

নিলিমা:- তাই নাকি আমার বাসাও তো গাইবান্ধা জেলায়…..!

আমি:- তাই নাকি…..!

নিলিমা:- হুম…..!

আমি:- কোন উপজেলায় আপনার বাসা…..?

নিলিমা:- সাদুল্লাপুর, আপনার বাসা কোন জেলায়…..?

আমি:- ######

নিলিমা:- তাহলে তো কাছেই…..!

আমি:- হুম…..!

তারপর আমি আর নিলিমা ক্লাস রুমে চলে গেলাম ক্লাস করতে…..!

এই ভাবে চলছিল আমাদের দিন গুলো দেখতে দেখতে তিনটা বছর চলে গিয়েছে…..!

আমারও মুখ ভর্তি দাড়ি গজিয়েছে আর গায়ে থাকে সব সময় লাম্বা জামা…..!

নিলামার সাথে আর আগের মতো কথা বলিনা খুব কম কথা বলি তাও আবার দরকার ছাড়া কথা বলিনা…..!

নিলিমা অবশ্য আমার সাথে বার বার কথা বলার চেষ্ট করে বাট আমি তেমান কথা বলি না…..!

নিলিমা অবশ্য ভালোই পর্দা করে এই তিন বছরে আমি একবারও নিলিমাকে পর্দা করা ছাড়া কখনও র্ভাসিটিতে আসতে দেখিনি…..!

ক্যাম্পাসে বসে বই পড়তেছিলাম হঠাৎ নিলিমা কোথা থেকে এসেই আমায় সালাম দিলো…..!

আমি:- ওলাইকুম আসসালাম…..!

নিলিমা:- তুমি তো দিন দিন একদম কিউট হুজুর হয়ে যাচ্ছে…..!  (নিলিমা এখন আমায় তুমি করে বলে কিন্তু আমি আপনি করেই বলি)

আমি:- আরে কি যে বলেন আপনি,,,আজ আপনাকে দেখে মনে হচ্ছে সাজু গুজু করেছেন…..!

নিলিমা:- ‍হুম…..!

আমি:- কোন স্পেশাল দিন নাকি আজ…..!

নিলিমা;- হুম,,,,ফাহাদ অনেক দিন থেকে ভাবিতেছি তোমাকে একটা কথা বলবো বাট সাহস পাচ্ছি না যে কি করবো আমি…..!

আমি:- আরে র্নিভয়ে বলেন, কোনো সমস্যা নেই…..!

নিলিমা:- সত্যি কিছু বলবে না তো…..!

আমি:- আরে না, আমি কিছু বলবো না, আপনি বলেন…..!

নিলিমা:- ফাহাদ তুমি র্ভাসিটির প্রথম দিন যখন ্যাগিং এর শিকার হয়ে আমায় প্রপোজ করেছিলে সেই দিনই তোমায় পছন্দ করে ফেলিছি আর ভালোবেসে ফেলেছি, সেই ভালোবাসাটা এই তিন বছরে আরও বেড়ে গেছে যা তোমায় আমি বুঝাতে পারবো না,,,,, I Love You,,,,,,,,,,প্লিজ আমায় ফিরিয়ে দিয়ো না…..!

 

 

#চলবে…….

 

{অনুমনি ছাড়া গল্প কপি করা নিষেধ}


★★
★★★
★★★★
★★★★★ (ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন)

No comments

Theme images by Raycat. Powered by Blogger.