ICABGU

ICABGU
PICCI LEKHOK

অবহেলিত ছেলেটি যখন এমপি (পর্ব:- ২০)

 

#গল্প:- অবহেলিত ছেলেটি যখন এমপি
#লেখক:- পিচ্চি লেখক
#পর্ব:- ২০

রেল লাইনে বসে আছি আর সেই আগের দিনের কথা গুলো ভাবতেছি আগেই ঠিক এই রকম পরিস্থিতিতে পরেছিলাম…..!

একটু পর সোহান এসা ­আমায় নিয়ে গেল ওর বাড়িতে….রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়লাম…..!

হঠাৎ ফোনের রিংটনে ঘুম ভেঙ্গে গেল…..!

আমি:- আসালামু আলাইকুম…..!

ঐ পাশ থেকে:- ওলাইকুম আসসালাম…..!

আমি:- কে আপনি…..?

ঐ পাশ থেকে:- আমি শিক্ষাবোর্ডের অফিসার যার সাথে আজ দেখা করলে…..! 

আমি:- কি কারণে ফোন দিয়েছেন আমায়…..!

স্যার:- তোমার চাকুরিটা হয়ে গেছে তুমি চাইলে আগামী কাল থেকেই কলেজে যেতে পারো…..!

আমি:- কিন্তু আমি তো আপনাকে ঘুষের টাকা দেইনি তাহলে কিভাবে আমার চাকুরিটা হলো…..!

স্যার:- তুমি শুধু এই টুকু জেনে রাখো তোমার চাকুরি হয়েছে…..!

তারপর উনি আর কিছু না বলে ফোন কেটে দিলেন…..!

আমার মাথায় এখন একটায় চিন্তা এই টাকা কে দিয়েছে যার জন্য আমার চাকুরিটা হয়ে গেলো এই সব চিন্তা করতেছি হঠাৎ দেখি কে যেন রুমে প্রবেশ করতেছে আমি তাকিয়ে দেখি সোহান…..!

সোহান:- কিরে এতক্ষণে তোর ঘুম ভাংলো…..!

আমি:- কেন কয়টা বাজে ফোনের দিকে তাকিয়ে দেখি রাত ১১ টা বাজে…..!

সোহান:- ফ্রেশ হয়ে আয় খাবার খাবি…..!

আমি:- ঠিক আছে…..!

তারপর আমি ওয়াশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে সোহানকে নিয়ে নিচে গেলাম খাবার থেতে……..তারপর দুই জনে খাবার খেয়ে রুমে আসলাম…..!

আমি:- তুই রাতে খাবার খেলেই পারতি অযাথা আমার জন্য অপেক্ষা করে না খেয়ে ছিলি…..!

সোহান:- আরে সমস্যা নেই যা হবার হয়ে গেছে…..!

আমি:- ঠিক আছে…..! জানিস সোহান আজ আব্বু আম্মুর কথা খুব মনে পরতেছে,,,, মনে পড়তেছে সেই আগের দিনের কথা গুলো হঠাৎ করে সব কিছু পাল্টে গেলো…..!

সোহান:- বুঝলাম না তোর কথা…..!

আমি:- জন্মের পরে ছোট থেকে বড় হলাম বলতেই পারিনা…..!

সোহান:- সেটাই রে…..!

আমি:- আর এখন গালের মধ্যে দাড়ি গজিয়েছে টেরই পেলাম না আর কয়েক দিন পরে এই কালো দাড়ি সাদা হয়ে যাবে বলতেও পারবো না……জীবনটা প্রায় শেয় প্রান্তে চলে গেলো বাট এখন পর্যন্ত রবকে খুশি করতে পারলাম না…..!

সোহান:- তুই এই রকম হয়ে যদি এই কথা বলিস তাহলে আমরা কি বলব বলতো…..!

আমি:- ঠিকেই তো বললাম…..!

সোহান;- হয়েছে আর পাম দেওয়া লাগবে ন…..!

আমি:- কোথায় আমি পাম দিচ্ছি…..!

সোহান:- তা পাম নয় এটা কি…..!

আমি:- যাই হোক বাদ দে,,,, জানিস আজ অনেক খুশি আমি আজ বাট এই কথাটা আমি আব্বু আম্মু যদি জানাইতে পারতাম তাহলে দুনিয়ার সব থেকে আনন্দের দিন হতো…..!

সোহান:- কিসের খুশির দিন রে লুকিয়ে/পালিয়ে বিয়ে করেছিস নাকি…..!

আমি:- কেন রে আমি পালিয়ে বা লুকিয়ে বয়ে করবো,,,,, আমি কি চোর নাকি…..!

সোহান:- কেনো তুই চোর হতে যাবি…..!

আমি:- তাহলে কেন বলতেছিস আমি পালিয়ে বিয়ে করেছি নাকি। পালিয়ে তো তারাই বিয়ে করে যারা চোর। বিয়ের পরে শশুর বাড়িতে যাবো বুক ফুলিয়ে লুকিয়ে লুকিয়ে থাকবো কেন…..!

সোহান:- তারমানে যারা পালিয়ে বিয়ে করে তাদের কি বিয়ে হয় না…..!

আমি:- বিয়ে তো হয়ে যায় কিন্তু…..!

সোহান;- কিন্তু কি…..!

আমি:- দুই পরিবারের একটা অধিকার থাকে এক পরিবারের সাথে অন্য পরিবারের যদি স্টেটাস না যায় অথ্যাৎ যে ৪ টি গূন দেখে মানুষ বিয়ে করে সেই ৪ টি গুণের যে কোন একটি গুণ দুই পরিবারের মধ্য ব্যবধান যদি ১০-২০,,, ৫০-১০০ এই রকম হয় তাহলে যেকোন পক্ষের পরিবার বিয়ে ভেঙ্গে দেওয়ার অধিকার আছে। (এটা শুধু পালিয়ে বিয়ে করার ক্ষেত্রে……কথাটা এক মুফতী সাহেবের মুখ থেকে শুনেছি)

সোহান:- বুঝলাম…..!

আমি:- গুড এত সহজেই বুঝেগেলি…..!

সোহান:- হুম,,,,,,তুই কি জানি খুশির খবরের কথা বললি…..!

আমি:- খুশির খবরটা হলো আমার চাকুরিটা হয়ে গেছে…..!

সোহান:- মানে তুই যে আমাদের এখনকার কলেজের অধ্যক্ষ পদে আবদন করে ছিলে সেই চাকুরির কথা বলতেছিস…..!

আমি:- হুম…..!

সোহান:- আমদের ট্রিট কই ট্রিট দে এখনই…..!

আমি:- এত রাতে কেউ ট্রিট দেয়,,, কাল দিবো নি…..!

সোহান:- কালনা আজকেই দিতে হবে…..!

আমি:- আরে তোকে কি আমি একা ট্রিট দিবো নাকি,,,,,,,,,,মামুন, ফরহাদ এদেরকে ট্রিট দতে হবে না…..!

সোহান:- ওয়েট কর আমি ওদের ফোন দিয়ে আসতে বলতেছি…..!

আমি:- যদি ওরা ফোন না ধরে হাতরে কি করবি…..!

সোহান:- তাহলে আমি একাই ট্রিট নিবো,,, …..!

আমি:- আর যে দিন মামুনেরা ট্রিট চাবে সেদিন…..!

সোহান:- সেদিনও ট্রিট নিবো…..!

আমি:- ওরে বাটপার,,,, তোর মনে এই ধান্দা…..!

তারপর সোহন মামুদেরকে আসতে বলল,,,,,,,তারপর আমি সোহানের সাথে গিয়ে ট্রিট দিলাম ওদের একদম পকেট খালি করে দিয়েছে ওরা…..!

আমি:- মনে রাখিস দিন কিন্তু শুধু তোদেরই না একদিন আমারও দিন আসবে…..!

সোহান:-তখন দেখা যাবে…..!

তারপর কিছুক্ষণ পরে আমি আর সোহান চলে আসলাম,,,,,দিলাম একঘুম ফজরের আজানে ঘুম ভাংল…..!

তারপর সোহানকে ডাকদিয়ে নিয়ে নামাজ পরতে গেলাম…..নামাজ পরে এসে গল্প লেখতে লেখতে কখন যে সকাল ৮টা বেজে গেছে বলতেই পারিনা…..!

তারপর গোছল দিয়ে এসে রেডি হয়ে নাস্তা করে চলে গেলাম কলেজে…  আজ কিন্তু আমি পড়তে যাচ্ছি না বরং কলেজের দায়িত্ব কাধে নিয়ে কলেজ থেকে ভালো মানুষ তৈরি কারার জন্য যাচ্ছি…..!

দেখতে দেখতে কলেজে চলে আসলাম। রিকসা থেকে নেমে কলেজের গেট দিয়ে ঢুকতেই দেখি……………………….

 

 

#চলবে…….

 

{অনুমনি ছাড়া গল্প কপি করা নিষেধ}


★★
★★★
★★★★
★★★★★ (ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন)

No comments

Theme images by Raycat. Powered by Blogger.