অবহেলিত ছেলেটি যখন এমপি (পর্ব:- ১৯)
সন্ধার আগে সোহানদের বাসায়
এসে খাবার খেয়ে গিয়ে দেখি একটা আননোন নম্বার থেকে কয়েকবার ফোন এসেছি,,,,,,তারপর আমি
ফোন ব্যাক করতেই……..
আমি:- আসসালামু আলাইকুম…..!
ঐ পাশ থেকে:- ওলাইকুম আসসালাম,,,
আপনি কি ফাহাদ সাহেব বলছেন…..!
আমি:- জ্বি আমি ফাহাদ,,,,
কিন্তু আপনাকে তো চিনলাম না…..!
ঐ পাশ থেকে:- আমি শিক্ষাবোর্ডের
অফিসার বলতেছে…..!
আমি:- জ্বি স্যার বলুন…..!
স্যার:- আপনি কি ###### এই
কলেজের অধ্যক্ষ পদে আবেদন করেছিলেন…..!
আমি:- জ্বি স্যার করেছিলাম…..!
স্যার:- আগামীকাল সকালে দেখা
করিও ###### এই ঠিকানায়…..!
আমি:- আচ্ছা স্যার…..!
স্যার:- ওকে ঠিক আছে…..!
তারপর ফোন কেটে দিলাম একটু
পর সোহান রুমে আসলো…..!
সোহান:- কিরে তোকে এত খুশি
খুশি লাগতেছে কেন…..!
আমি:- শিক্ষাবোর্ড থেকে এক
অফিসার কল দিয়েছিলো…..!
সোহান:- কি বললো ফোন দিয়ে…..!
আমি:- আগামীকাল দেখা করতে
বললো উনার সাথে…..!
সোহান:- মনে হয় তুই যে সেদিন
আমাদের এখানকার কলেজের অধ্যক্ষ পদে আবেদন করলি সেটার জন্যই হয়তো ডাকছে…..!
আমি:- তুই ঠিক বলেছিস…..!
সোহান:- আগামীকাল গিয়ে দেখ
কি বলে উনি…..!
আমি:- ঠিক বলেছিস…..!
তারপর দিলাম একঘুম রাতের
৩ টার দিকে উঠে নামাজ পরলাম,,,, পরে একটু গল্প লিখতে শুরু করলাম অনেক দিন হলে গল্প
লেখি না,, গল্প লেখতেছি হঠাৎ কানে আওয়াজ আসলো ফজরের আযান দিচ্ছে…..!
তারপর সোহান কে ডাক দিয়ে
নিয়ে মসজিদে গেলাম নামাজ পড়তে,,,,,,,নামাজ পড়া শেষ করে কিছুক্ষণ রাস্তায় হাটলাম দুইজন,,,,
একটু পরে সোহানদের বাসায় এসে দিলাম একঘুম…..!
ঘুম থেকে জাগা পেয়ে দেখি
সকাল ৯টা বেজে গিয়েছে…,,তারপর রেডি হয়ে চলে গেলমা দিনাজপুর শিক্ষাঅফিসারের সাথে দেখা
করতে…..!
ওনার অফিসে গিয়ে পিয়নকে বললাম
আমি:- স্যার আছে…..!
পিয়ন:- জ্বি আছে,,,, আপনি
ঐ চিয়ারে গিয়ে বসুন…..! (একটা চিয়ার দেখিয়ে
বলল কথাটা)
তারপর পিয়ন স্যারের কক্ষে
প্রবেশ করলে….কয়েক মিনিট পরে আবার বের হয়ে এসে আমায় বলল…..!
পিয়ন:- স্যার আপনাকে ভেতরে
যেতে বলল…..!
তারপর আমি স্যারের কক্ষের
দরজায় গিয়ে দরজা খুলে…..!
আমি:- আসসালামু আলাইকুম স্যার…..!
স্যার:- ওলাইকুম আসসালাম…..!
আমি:- স্যার ভিতরে আসতে পারি…..!
স্যার:- হুম আসো…..!
তারপর আমি রুমের ভিতরে প্রবেশ
করলাম…..!
স্যার:- দাড়িয়ে আছো কেন বসো…..!
তারপর আমি একটা চেয়ারে বসলাম…..!
স্যার:- তুমি কি সেই ছেলে
যার সাথে গতকাল রাতে কথা বললাম…..!
আমি:- জ্বি স্যার আমি সেই
ছেলে…..!
স্যার:- ওহ..গুড…..!
আমি:- জ্বি স্যার…..!
স্যার:- এর আগে কোথায় চাকুরির
জন্য আবেদন করেছিলে…..!
আমি:- না স্যার এটাই প্রথম
চাকুরির জন্য আবেদন করা…..!
স্যার:- তোমাকে কি আর বলবো
জানোই তো এখন বর্তমানে বেকারত্ব কতটা বৃদ্ধি পয়েছে আর সবাই উপচে করছে কোথায় চাকুরি
পাওয়া যায়,,,, ঠিক এই চাকুরিটায়ও একই অবস্থা এখন বলো কাকে রেখে কাকে চাকুরি দিবো…..!
আমি:- যে ঐ কলেজের প্রভেসর
পদের জন্য পারফেক্ট হবে তাকেই চাকুরিটা দিবেন…..!
স্যার:- পারফেক্ট তো অকেনেই
আছে সেই জন্য কি তাদের সবাইকে চাকুরি দিবো…..!
আমি:- না স্যার সবাইকে কেন
চাকুরি দিবেন,,,,, যে কোনো একজন চাকুরিটা পাবে…..!
স্যার:- ঠিক বলেছো,,,, আর
সবার মধ্যে তোমাকেই ঐ পদের জন্য সঠিক একজন মানুষ……..এই কাগজ গুলো পড়ে পুরোন করে নিয়ে
এসো এখনই…..! (একটা ফাইল আমার দিকে দিযে বলল)
তারপর আমি বাইরে এসে ফাইলটার
ভেতরের সবগুলো কাগজ ফিলআপ করে ভিতরে গেলাম…..!
আমি:- আসসালামু আলাইকুম স্যার…..!
স্যার:- ওলাইকুম আসসালমা,,,,ভিতরে
এসে বসো…..!
তারপর আমি স্যারের সামনের
চিয়ারে বসে ফাইলটা দিয়ে স্যারকে বললাম…..!
আমি:- স্যার এই জায়গায় দিবেন
একখান সই…..!
স্যার:- আমারটা কই…..!
আমি:- স্যার এই জায়গায় দিবেন
একখান সই…..!
স্যার:- আমারটা কই…..!
আমি:- স্যার এই জায়গায় দিবেন
একখান সই…..!
স্যার:- আমারটা কই…..!
আমি:- স্যার আপনারটা কই মানে…..!
স্যার:- আমি এইবার হজে যাবো
সাথে আমার পরিবারের সবাই যাবে সো আমি হজ্বে যাওয়ার জন্য তুমি আমাকে হজ্ব করতে যেতে
সহায়তা করো কারণ হজ্ব আমার উপর ফরয হয়ে গিয়েছে…..!
আমি:- স্যার তারমানে আপনি
ঘুষের টাকা চাচ্ছেন…..!
স্যার:- এই ছেলে খরবদার কাকে
কি কথা বলতেছো,,,, আমি তোমাকে বললাম আমি এবার আমার স্বপরিবার নিয়ে হজ্বে যাবো তাই
আমাকে কিছু সহায়াতা করো আর তুমি বলতেছো আমি ঘুষ চাচ্ছি…..!
আমি:- আপনি হজ্বে যান আর
যেখানে খুশি সেখানে যান এই ভাবে টাকা নিয়ে গেলে যে আপনার হজ্ব হবে না সেই খবর আছে আপনার…..!
স্যার:- কেন এইবাবে টাকা
নিয়ে হজ্বে গিয়ে হজ্ব করলে হজ্ব কবুল হবে না…..!
আমি:- কারণ এই টাকাটা হারাম
টাকা…..!
স্যার:- এই ছেলে খবরদার কাকে
কি বলতেছো আমি জিবনে হারাম খাইনা……আর এই টাকা কেমনে হারাম এই টাকা দিয়ে কি আমি মদ খাইতেছি
নাকি জিনা করতেছি যে এই টাকাটা হারাম হবে…,,, বরং আমি এই টাকা দিয়ে হজ্ব করে ইসলামের
পক্ষে আসবো…..!
আমি:- আমি এই রকম ঘুষের টাকা
দিয়ে চাকুরি করতে পাববো না…..!
স্যার:- চাকুরি করবে না তা
এখানে আসছো কেন…..!
তারপর আমি কোনো কথা না বলে
চলে আসলাম সোহানদের বাসায়,,,,,,,,সোহানদের বাসায় না গিয়ে আমি চলে গেলাম সেই চিরনিচা
রেল লাইনে…..!
রেল লাইনে বসে আছি আর সেই
আগের দিনের কথা গুলো ভাবতেছি আগেই ঠিক এই রকম পরিস্থিতিতে পরেছিলাম…..!
একটু পর সোহান এসা আমায়
নিয়ে গেল ওর বাড়িতে….রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়লাম…..!
হঠাৎ ফোনের রিংটনে ঘুম ভেঙ্গে
গেল…..!
আমি:- আসালামু আলাইকুম…..!
ঐ পাশ থেকে:- ওলাইকুম আসসালাম…..!
আমি:- কে আপনি…..?
#চলবে…….
{অনুমনি ছাড়া গল্প কপি করা নিষেধ}
★
★★
★★★
★★★★
★★★★★ (ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন)
No comments