ICABGU

ICABGU
PICCI LEKHOK

অবহেলিত ছেলেটি যখন এমপি (পর্ব:- ১৫)

 



#গল্প:- অবহেলিত ছেলেটি যখন এমপি
#লেখক:- পিচ্চি লেখক
#পর্ব:- ১৫

পরের দিন আমি রেডি হয়ে চলে গেলাম নিলিমাদের বাসায়, দুপুরে খাবার খেয়ে আঙ্কেলের সাথে বসে গল্প করতেছি হঠাৎ আঙ্কেল বলল…..!

নিলিমার আব্বু:- তোমায় একটা কথা বলল কথাটা রাখবে…..!

আমি:- জ্বি বলেন…..!

নিলিমার আব্বু:- ‍তুমি যদি রাজি থাকে তাহলে আমি  নিলিমাকে তোমার হাতে তুলে দিতে চাই অর্থাৎ তুমি রাজি থাকলে আমি তোমার সাথে নিলিমার বিয়ে দিতে চাই…..!

আমি:- আঙ্কেল আমার পক্ষে নিলিমাকে বিয়ে করা সম্ভব না…..!

আঙ্কেল:- কেন বাবা…..!

আমি কোনো কথার উত্তর ন দিয়ে চলে আসলাম…..!

পরের দিন নিলিমা র্ভাসিটিতে এসেই সোজা আমার সামনে আসলো…..!

আমি:- কি ব্যাপার এমন ভাবে আমার সামনে আসার কারণ কি…..!

নিলিমা:- কেন আমি কো তোমার সামনে আসতে পারিনা নাকি…..!

আমি:- কিছু বলার থাকলে বলেন তা নাহলে আমি চলে যাই আমার কাজ আাছে…..!

নিলিমা:- ‍তুমি আমার সাথে এমন করতেছো কেন…..!

আমি:- দেখুন আপনার সাথে ফালতু কথা বলার সময় আমার নেই, সো কিছু বলার থাকলে বলেন কারণ আজকের পরে থেকে আর আমাদের কথা হবে না…..!

নিলিমা:- কেন আর আমাদের কথা হবে না…..!

আমি:- আমি আজকের পরে থেকে আর আপনার সাথে কথা বলব না…..!

নিলিমা:- তুমি গত কাল আব্বুকে না করে দিলে কেন…..?

আমি:- দেখুম আমি গতকালও বলেছি আজও বলছি আমি আপনাকে বিয়ে করতে পারবো না…..!

নিলিমা:- তুমি তো আমায় বলেছিলে তুমি হারাম রিলেশনে যাবে না তাহলে হালাল ভাবেই তো তোমায় নিজের করে পেতে চেয়েছিলাম তাই তোমার কথা আব্বু আম্মুকে বলেছিলাম তোমার কথা আর তুমি তাও রাজি হলে না…..!

আমি:- দেখুন আমি এখন বিয়ে করবো না…..!

নিলিমা:- কেন…..?

আমি:- আমি আগে পরিবারকে ভিরে পাবো তারপর বিয়ে করবো, মানে আব্বু আম্মুর যে দিন ভুল ধারনা পাল্টে যাবে তার পরে বিযে করবো…..!

নিলিমা:- তাহলে আমি সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে থাকবো…..!

আমি:- আমার অপেক্ষায় না থেকে বিয়ে করে নিন সেটাই আপনার জন্য বেটার হবে…..!

নিলিমা:- আমার শুধু তোমাকেই চাই সেটা যে ভাবেই হোক…..!

আমি:- আমার আশা বাদ দিয়ে কাউকে বিয়ে করে নিয়েন সেটা ভালো হবে…..!

নিলিমা:- দেখো ফাহাদ আমি তোমায় অনেক অনেক ভালোবাসি আর আমার এই পৃথিবীতে শুধু তোমাকেই চাই,,, আমার আর কিছু লাগবে না দুনিয়াতে আমার তুমি হলেই দুনিয়ার জন্য যথেষ্ট আমার…..!

আমি:- বাট আমি তোমায় ভালো বাসিনা…..!

নিলিমা:- প্লিজ এই ভাবে বলোনা তুমি আমায় যে ভাবে রাখবে আমি সেভাবেই তোমার কাছে খুশি থাকবো,, বিশ্বাস করো ফাহাদ আমি তোমায় সত্যিই অনেক ভালোবাসি l love you…..!

আমি:- আমি তোমায় আগেও বলেছিনা আমি রিলেশন করবো না তাহলে বার বার I love you বলো কেন…..! (রাগী ভাবে বললাম কথাটা )  {এখন পর্যন্ত প্রপোজ না পাওয়া আমি,,,, অপেক্ষায় আছি আমার গৃহরাণীর জন্য হালাল ভাবে প্রেম করার জন্য,,, আলহামদুল্লিহ্ ভালো আছি আল্লাহ্ রহমতে]

নিলিমা:- বলা লাগবে না এখন বিয়ের পরে উত্তরটা দিও বুঝেছো…..!

কথাটা বলে নিলিমা চলে গেলো…..!

আমি:- আমি যাক বাবা বাচলাম এখন থেকে আরও সাবধানে থাকতে হবে…..!

দেখেতে দেখতে র্ভাসিটি লাইফ শেষ,,,,, আলহামদুলিল্লাহ্ র্ভাসিটি টপার হয়েছি…..!

[র্ভাসিটি লাইফ শেষ করে দেশে একজন শিক্ষিত হয় আবার সেই শিক্ষিতরাই সেই র্ভাসিটির শেষ দিনটায় হয়ে যায় একটা অমানুষ কুলাংগার জানোয়ার,,, এমন কোনো কাজ নেই যেটা  অধিকাংশ করে না,,,এত কিছু খুলে বলার দরকার নেই লজ্জা লাগে এই সব বলতে,,,, বোনেরা আপনারা একটু সতর্ক থাকলেই ইন শা আল্লাহ সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আপনার গহনা যদি কেউ যদি কেউ ছিনতাই করতে আছে তাহলে কি আপনি তাকে সহজেই ছেড়ে দিবেন। আপনি ছেড়ে দিবেন না আপনার জীবন দিয়ে হলেও ঐ ছিনতাই লোকটাকে প্রতিহত করবেন। তাহলে প্রিয় বোন আপনার সম্ভ্রাম যখন কোনো জানোয়ার ছিনতাই করতে চায় তখন কেন আপনার জীবন দিয়ে প্রতিহত করবেন না জানোয়ারটাকে,,,,,,রাগ করবেন না বোন মৃত্যুর পরে হয়তো জান্নাত না হয় জাহান্নাম যে কোনো একটাতো তো যাবোই বাট আল্লাহর সাথে কি সাক্ষাৎ করতে পারবেন দেখতে পারবেন তাকে যিনি আমাদেরকে বানিয়েছেন এত সুন্দর করে। আল্লাহর সামনে পুতো্ পবিত্র হালতে সাক্ষাৎ করার জন্য নিজেকে তৈরি করুন প্রিয় ভাই বোনেরা]

ক্যাম্পাসে বসে দাড়িয়ে আছি হঠাৎ নিলিমা আসতেছে আমার দিকে তাই আমি ফাতেমাকে দেখে চলে আসছিলাম বাসাার দিকে তখনই নিলিমা আমায় ডাকদিল…..!

নিলিমা:- ফাহাদ দাড়াও কথা আছো তোমার সাথে…..! 

আমি:- আপনার সাথে আমার কোনো কথা নেই…..!

নিলিমা:-প্লিজ একটু দাড়াও…..!

আমি:- ওকে বলেন…..!

নিলিমা:- তোমার বাসার ঠিকানাটা দাও আমি আব্বুকে তোমার বাসায় পাঠাবো আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে…..! 

আমি:- কিছু না বলে সোজা চলে আসলাম বাসায়…..!

পরের দিন পারে রওয়ান দিলাম সেই চিরচিনা শহর আমার জন্মভূমি গাইবান্ধার উদ্দ্যেশে…..!

আমি যে বাড়িতে আসতেছি এই কথা ‍কাউকে কিছু বলিনি…..!

আমি ট্রেন থেকে নেমেই সোজা সোহান কে ফোন দিলাম…..!

আমি:- আসসালামু আলাইকুম…..!

সোহান:- ওলাইকুম আসসালমা…..!

আমি:- কেমন আছিস বন্ধু…..!

সোহান:- কেন আপনি ভাই…..! (আমার নাম্বার সোহানের কাছে না থাকায় ও আমাকে চিনতে পারেনি)

আমি:- আরে আমি ফাহাদ…..!

সোহান:- বন্ধু তুই এতদিন পরে তাহলে আমার কথা মনে পড়লো…..!

আমি:- হুম রে কোথায় আসিছ তুই…..!

সোহান:- বাসায় কেন কি হয়েছে…..!

আমি:- আরে আমি ট্রেন স্টিশনে দাড়িয়ে আছি…..!

সোহান:- ওয়েট কর আমি আসতেছি…..!

কিছুক্ষণ পরে সোহান আসলো,,, তারপর আমি সোহানের সাথে ওর বাসায় গেলাম প্রায় সন্ধা হয়ে এসেছে তাই সন্ধায় দুইজন বাহিরে গিয়ে কিছু ক্ষণ আড্ডা দিয়ে এসে সারা রাত গল্প করতে লাগলাম…..!

গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতেই পারিনা ঘুমের মধ্যে মনে হলো কে যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমি চোঁখ খুলতেই দেখি……………..

 

 

#চলবে…….

 

{অনুমনি ছাড়া গল্প কপি করা নিষেধ}


★★
★★★
★★★★
★★★★★ (ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন)

No comments

Theme images by Raycat. Powered by Blogger.