ICABGU

ICABGU
PICCI LEKHOK

অবহেলিত ছেলেটি যখন এমপি (পর্ব:- ১৪)



#গল্প:- অবহেলিত ছেলেটি যখন এমপি
#লেখক:- পিচ্চি লেখক
#পর্ব:- ১৪

নিলিমা:- ফাহাদ তুমি র্ভাসিটির প্রথম দিন যখন ্যাগিং এর শিকার হয়ে আমায় প্রপোজ করেছিলে সেই দিনই তোমায় পছন্দ করে ফেলিছি আর ভালোবেসে ফেলেছি, সেই ভালোবাসাটা এই তিন বছরে আরও বেড়ে গেছে যা তোমায় আমি বুঝাতে পারবো না,,,,, I Love You,,,,,,,,,,প্লিজ আমায় ফিরিয়ে দিয়ো না…..!

আমি মনে মনে বলতেছি আচ্ছা মসিবতে পরলাম রিলেশন থেকে ফিরে আসার পরে আমার জীবনটা অন্য রকম হয়েগেছে আর নিলিমা আবার সেই রিলেশনের কথায় বলতেছে…..!

নিলিমা:- কি হলো চুপ করে আছো কেন…..?

আমি:- দেখো নিলিমা আমার জীবনের সব কথায় তোমামায় বলেছি এই রিলেশন থেকে বের হয়ে আসার জন্যই আমার জীবনের আনন্দটাই শেষ হয়ে গেছে। আলহামদুল্লিাহ্ এখন অনেক ভালো আছি শুধু বাবা মা না থাকাই জীবননের আনন্দটা আর নেই…..!

নিলিমা:- আমি কি ফাতেমার মতো নাকি, তুমি আমায় যে ভাবে চলতে বলবে আমি সেই ভাবেই চলবো…..!

আমি:- আমার পক্ষে রিলেশনে যাওয়া আর সম্ভব না…..!

নিলিমা:- কিন্তু তুমি কেন আমার সাথে রিলেশন করবে না আমি কি দেখতে খারাপ…..!

কথাটা বলে নিলিমা তার মুখের নিকাব খুলতে শুরু করলো…..!

আমি:- দেখো নিলিমা আমি রিলেশন করবো না মানে করবো না যদি পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে এসেও আমার সাথে রিলেশয় করতে চায় তাও আমি রিলেশন করবো না,, আর তোমার নিকাব খোলা লাগবে না…..!

নিলিমা:- কেন রিলেশন করবে না…..!

আমি:- তোমাকে ফাতেমার সাথে রিলেশন থেকে বের হয়ে আসার কথাটা শেয়ার করার সময়ও বলেছি রিলেশন করা গুনাহের কাজ আর এখনও বলছি রিলেশন করা গুনাহের কাজ তাই আমি রিলেশন করবো না…..!

নিলিমা:- কিন্তু…..!

আমি:- কোনো কিন্তু না আর এই রকম কিছু যদি আর কোন দিন বলেন তাহলে আপনার সাথে আমার সব সম্পর্ক শেষ সেই দিন থেকেই কথাটা মনে রাখবেন…..!

কথাটা বলে আমি ক্লাসে চলে গেলাম ক্লাস করতে,,, দুপুর বেলা র্ভাসিটি থেকে অফিসে ‍গিয়ে কাজ করে সন্ধায় বাসায় ফিরছিলাম হঠা’ৎ দেখলাম রাস্তায় একটা লোক রক্তাত্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে…..!

তারপর আমি ওনাকে হাসপাতালে নিয়ে গেলাম…..!

একটু পর ডাক্তার এসে বললেন উনি কে হয় আপনার,,,

আমি:- কেউ না…..!

ডাক্তার:- বুঝলাম না আপনার কথা…..!

আমি:- অফিস থেকে বাসায় ফিরছিলাম তখন উনাকে রাস্তার পাশে রক্তাত্ত অবস্থায় পড়ে থাকতে দেখি তাই উনাকে আমি হাসপাতালে নিয়ে আসি…..!

ডাক্তার:- আপনি কি জানেন উনি কে…..?

আমি:- না আমি উনাকে চিনি না…..!

ডাক্তার:- উনি এখানকার একজন অনেক বড় একটা রাজনৈতিক দলের নেতা…..!

আমি:- ওহ্ আচ্ছা…..!

ডাক্তার:- আপনি এক কাজ করেন আপনি উনার পরিবারের লোকদেরকে ফোন দিয়ে আসতে বলেন…..!

আমি:- আমি তো ওনাকেই চিনিনা তাহলে ওনার পরিবারকে কিভাবে আমি যোগাযোগ করবো…..!

ডাক্তার:- ০১#########,,, এই নাম্বারে ফোন দিয়ে বলেন,,, আমি উনাকে একটু চেকঅ্যাপ করে আসি দেখি এখন কি অবস্থ ওনার…..!

আমি:- ওকে…..!

তারপর আমি ঐ নাম্বারে ফোন করলাম,,, ঐ পাশ থেকে কে একজন মহিলার কন্ঠ শুনতে পেলাম মনে হয় এটার স্ত্রী হবে হয়তো…..!

আমি:- আসসালামু আলাইকুম আন্টি…..!

আন্টি:- ওলাইকুম আসসালম,,, কে তুমি বাবা…..!

আমি:- আন্টি আঙ্কেল ##### হাসপাতালে ভর্তি করেছি আপনি তারা তারি চলে আসেন…..!

কান্না জারিত কন্ঠে আন্টি বললেন…..!

আন্টি:- কি হয়েছে ওনার…..!

আমি:- ওনাকে রাস্তায় রক্তাত্ত অবস্থায় পড়ে থাকতে দেখি তাই ওনাকে হাসপাতালে নিয়ে আসছি আপনি তারাতারি চলে আসেন…..!

তারপর আমি ফোন কেটে দিয়ে ব্রেঞ্চে বসে পরলাম একটু পর দুই আন্টি চলে আসলো আর আন্টির সাথে যে এসেছে তাকে দেখে তো আমি অবাক উনি এখানে কেন…..?

উনি আর কেউ না উনি হলো নিলিমা…..!

আন্টি তুমি কি আমায় ফোন দিয়ে ছিলে নাকি…..!

আমি:- জ্বি আন্টি আমি ফোন দিয়েছিলাম…..!

আন্টি:- তোমার আঙ্কেল কোথায়…..!

তারপর আমি ওনাকে একটা রুম দেখিয়ে দিলাম যে রুমে আঙ্কেল আছে…..!

আন্টি আর নিলিমা ঐ রুমে চলে গেলো আর আমি বাসায় চলে আসলাম তাদের কিছু না জানিয়ে…..!

নিলিমা:- এখন কেমন আছো আব্বু…..!

নিলিমার আব্বু:- এখন একটু ভালো,, কি হয়েছিলো আমার…..!

তারপর নিলিমার আম্মু নিলিমার আব্বুকে সমস্ত কথাগুলো বলে…..!

নিলিমার আব্বু:- ছেলেটাতো ভালোই মনে হচ্ছে…..!

নিলিমার আম্মু:- হুম ছেলেটা অনেক ভালো আজকাল এই রকম ছেলে পাওয়াই যায় না…..!

নিলিমার আব্বু:- তা ছেলেটা কোথায়…..!

নিলিমার আম্মু:- বাইরে বসে আছে…..!

নিলিমার আব্বু:- বাইরে কেন ছেলেটাকে ভিতরে ডেকে নিয়ে এসো…..!

নিলিমার আম্মু:-  এই নিলিমা যা তো ছেলেটাকে ডেকে রুমের ভেতরে নিয়ে আয়…..!

নিলিমা:- ওকে আম্মু…..!

তারপর নিলিমা ফাহাদকে ডাকতে এসে দেখে ফাহাদ বাহিরে নেই…..!

একটা লোককে জিজ্ঞাস করলো ছেলেটা কোথায় বাট লোকটি বললো ছেলেটা চলে গেছে নিলিমা মন খারাপ করে রুমে আসলো আর ভাবতেছে যে নিলিমার জন্য হয়তো ফাহাদ চলে গেছে। ফাহাদ এতক্ষণ হাসপাতাল ছিল তখন চলে গেলো না আর এখন নিলিমা আসার পরে নিলিমাকে দেখে ফাহাদ চলে গেছে…..!

নিলিমার আব্বু:- কিরে মা মন খারাপ করে আছিস কেন…..!

নিলিমা:- কই মন খারাপ করে আছি আব্বু…..!

নিলিমার আম্মু:- কিরে নিলিমা তোকে যে বললাম ছেলেটাকে নিয়ে রুমের ভেতরে আয়। তা ছেলেটা কোথায়…..!

নিলিমা:- আম্মু ছেলেটা চলে গেছে…..!

নিলিমার আব্বু:- এটা কেমন কথা ছেলেটা না বলেই চলে গেলো…..!

নিলিমার আম্মু:- দাড়াও ছেলেটার নাম্বার আছে আমার কাছে আমি ফোন দিচ্ছি…..!

এদিকে আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে ঘুমের প্রস্তুতি নিচ্ছি এমন সময় হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠল…..!

আমি ফোন হাতে নিয়ে দেখি নিলিমার আম্মুর নাম্বার থেকে ফোন এসেছে আমি ফোনটা রিসিভ করে কানে ধরতেনই…..!

নিলিমার আব্বু:- এই তুমি কেমন ছেলে বলোতো তুমি আমার সাথে না দেখা করেই চলে গিয়েছো কেন…..?

আমি:- আঙ্কেল একটু কাজ ছিলো তাই চলে আসছি…..!

নিলিমার আব্বু:- আমি এতকিছু বুঝিনা আগামীকাল তুমি দুপুরের খাবার খাবে আমার বাসায় এসে…..!

আমি:- কিন্তু আঙ্কেল…..!

নিলিমার আব্বু:- আমি কোনো কিন্তু শুনতে চাইনা আমি যেটা বলেছি সেটাই ফাইনাল কাল যথা সময়ে চলে আসবে ঠিক আছে,,,, ######## এটা আমার বাসার ঠিকানা…..!

আমি:- আচ্ছা ঠিক আছে আঙ্কেল…..!

পরের দিন আমি রেডি হয়ে চলে গেলাম নিলিমাদের বাসায়, দুপুরে খাবার খেয়ে আঙ্কেলের সাথে বসে গল্প করতেছি হঠাৎ আঙ্কেল বলল…..!

নিলিমার আব্বু:- তোমায় একটা কথা বলল কথাটা রাখবে…..!

আমি:- জ্বি বলেন…..!

নিলিমার আব্বু:- ‍তুমি যদি রাজি থাকে তাহলে আমি  নিলিমাকে তোমার হাতে তুলে দিতে চাই অর্থাৎ তুমি রাজি থাকলে আমি তোমার সাথে নিলিমার বিয়ে দিতে চাই…..!

 

 

#চলবে…….

 

{অনুমনি ছাড়া গল্প কপি করা নিষেধ}


★★
★★★
★★★★
★★★★★ (ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন)

No comments

Theme images by Raycat. Powered by Blogger.