ICABGU

ICABGU
PICCI LEKHOK

অবহেলিত ছেলেটি যখন এমপি (পর্ব:- ২৩)



#গল্প:- অবহেলিত ছেলেটি যখন এমপি
#লেখক:- পিচ্চি লেখক
#পর্ব:- ২৩


কলেজে গিয়ে আমার রুমে ঢুকেই তো আমি অবাক................

কারণ আমার রুমে নিলিমা বসে আছে.....!

আমি:- আরে আপনি হঠাৎ এখানে যে.....!

নিলিমা:- তোমার সাথে দেখা করতে এসেছি.....! 

আমি:- ওহ. আচ্ছা,,,, আপনি জানলেন কি করে আমি এই কলেজে চাকুরি করি.....!

নিলিমা:- তুমি কি করো না করো সেই সব খবর আমি রাখি.....!

আমি:- ভালো.....!

হঠাৎ একটা মেয়ে আমার রুম প্রবেশ করলো.....!

জান্নাত:- স্যার কলেজের বাইরে কিছু ছেলে আমাকে উল্টা পাল্টা কথা বলেছে.....! ( এই কথা বলে কান্না করে দিছে)

তারপর আমি নিলিমাকে বললাম,,,,

আমি:- আপনি এখানে থাকেন আমি আসতেছি জাষ্ট ৫ মিনিট ওয়েট করেন.....!

কলেজ ক্যাম্পাসে দেখি কিছু ছেলে ক্রিকেট খেলতেছে আমি ওখানে থেকে একটা স্ট্যাম্প নিয়ে কলেজের গেট দিয়ে বের হয়ে দেখি নিলয়ের ছেলে পেলে আর এলাকার কিছু বখাটে ছেলে পেলে,,,আমার হাতে স্টাম্প দেখে সবাই ওখান থেকে মহূত্বের মধ্যেই উধাও হয়ে গেলো.....!

তারপরে আমি কলেজে এসে নিলয়কে ফোন দিলাম.....!

আমি:- দেখ নিলয় তুই যা করতেছিস এস সব ঠিক করতেছিস না,,,,,এর পরিণাম কিন্তু ভালো হবে না বলে দিলাম.....!

নিলয়:- তাই নাকি স্যার…..আপনি কি করবেন স্যার.....!

আমি:- নির্বাচনের তো আর মাত্র ৫ মাস আছে তাই না দেখ আমি কি করি.....!

নিলয়:- দেখা যাবে আপনি কি করতে পারেন স্যার.....!

আমি:- তাই তুই যে রাস্তার কাজ করতেছিস সেইটার কথা তো কয়েক দিন আগেই তোকে বললাম মনে নেই তোর,,,,,তোর সব কালোটাকার খবর আমার কাছে আছে তুই কোথায় কি করেছিস সব আছে আমার কাছে.....!

নিলয়:- তারমানে সেই দিন এর ঐ ছেলে তুই ছিলি.....! 

আমি:- হ্যা আমি ছিলাম.....!

নিলয়:- তোর পরিচয়টা দিয়ে ভুল করেছিস,,,, দেখ এখন আমি তোর জীবনটা তছনছ করে দিবো.....!

আমি:- দেখি তুই কি করতে পারিস.....!

তারপরে ফোন কেটে দিলো….কলেজ ছুটি হলে সোহানদের বাসায় এসে দেখি আব্বু আর আম্মু সোহানের রুমে বসে সোহানের সাথে গল্প করতেছে.....!

আমি রুমে ঢোকার সাথেই আব্বু বলল.....!

আব্বু:- কেমন আছিস বাবা.....!

আমি:- ভালো আছি। আপনি কেমন আছেন.....!

আব্বু:- এখানে আসছিস কবে.....!

আমি কোনো কথা না বলে ওয়াশ রুমে চলে গেলাম ফ্রেশ হতে.....!

ফ্রেশ হয়ে আসতেই আম্মু বলল.....!

আম্মু:- তুই আজকে আমাদের সাথে যাবি.....! 

আমি:- কোথায় যাবো.....!

আম্মু:- কেন আমাদের বাসায় যাবি.....! 

আমি:- যদি আমি ঐ বাসায় যাই তাহলে তো আব্বু.....!

আমায় কিছু বলতে না দিয়ে আব্বু বলল.....!

আব্বু:- দেখ বাবা প্রায় সব বাবা- মা চায় তার সন্তান ভালোভাবে চলুক,,,,,,আর যে কারও ছেলের নামে যদি কোনো মেয়ে ঐ রকম কোনো কথা বলে তাহলে সব বাবা-মা ঐ মেয়ের কথা বিশ্বাস করবে,,,বিশ্বাস না করেও কোনো উপায় যে নাই কারণ তোর কাছে কোনো প্রমাণ নেই.....! 

আমি কিছু না বলে চুপচাপ শুধু শুনতেছি,,, আসলে আমার আব্বু- আম্মুর উপর আমার কোনো রাগ নেই আছে শুধু একটু অভিমান.....!

[কি বলব বর্তমান জামানা নিয়ে যে পিতামাতা সন্তান জন্ম দেয় সেই সন্তানই তার জন্মদাতা পিতা-মাতাকে হত্যা করে,,,,,বাবা-মা একটু বৃদ্ধ হয়ে গেলে ছেলে সেই বাবা- মা কে পিটায় বিভিন্ন রকম অত্যচার করে যা একটা জানোয়ারও করে না,,,,,যারা এই রকম সন্তান তারা একদিন বুঝবি যখন তোর সন্তানরা বড় হবে,,,,,আপনি নিজের পিতা মাতার সঙ্গে বাজে ব্যবহার করবেন তাদেরকে পিটাবেন আর আল্লাহ্ সব সহ্য করবে,,,,কশশিন কালেও আল্লাহ্ সহ্য করবেন না,,.. আপনার মৃত্যু এমন ভাবে হবে যে অন্য লোকেরা আপনার শাস্তি দেখে শিক্ষা নিবে,,,,, বাবা মা যে কেমন সম্পদ যা আপনি বাবা মা হলে যখন আপনার সন্তান অসুস্থ হবে তখন বুঝবেন বাবা মা কি জিনিস,,,,,যার বাবা- মা নেই সেই বুঝে বাবা- মা হারানোর বেদনা…..সো প্রিয় ভাই-বোন সময় থাকতে পিতা মাতার কদর করুন… বাবা মা হলো দুনিয়ার শেষ্ঠ সম্পদ,,,,,বাবা মার মনে আঘাত দিয়েন না বাবা মা যদি কষ্ট পায় তাহলে  আপনার জীবন ধংস ]

যাহোক গল্পে ফিরি,,,,,,,,,,,

আব্বু:- আমার বড় ভুল হয়ে গেছে বাবা…,,প্লিজ আমাদের সাথে চল.....!

সোহান:- ফাহাদ আঙ্কেল আন্টি কত করে বলতেছে তাদের সাথে যেতে তুই আঙ্কেল আন্টির সাথে চলে যা.....! 

আমি:- ওকে যাবো,,,,,কিন্তু আগামী কাল আজকে একু বাইরে যাবো.....!

আম্মু:- সত্যি বলতেছিস তো কাল আমাদের বাসায় যাবি.....! 

আমি:- হুম সত্যি যাবো.....! 

তারপর আম্মুরা চলে গেলো রাতে সোহানকে নিয়ে চলে গেলাম রেল লাইনে,,কিছুক্ষণ আড্ড দিয়ে দুই জনে চলে আসলাম….....! 

ফ্রেশ হয়ে এসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি এরই মধ্যে দেখি আমার ফোনটা চিল্লাচ্ছে,,,, .....! 

ফোন হাতে নিয়ে দেখি একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে.....!  

আমি:- আসসালামু আলাইকুম.....! 

ঐপাশ থেকে:- ওলাইকুম আসসালাম.....! 

আমি:- কে বলছেন.....! 

ঐপাশ থেকে:- আমায় চিনতে পারোনি আমি বোর্ডের শিক্ষা অফিসার বলছি.....!  

আমি:- জ্বি স্যার বলেন.....! 

স্যার:- কাল থেকে আর কষ্ট করে তোমাকে কলেজে যাওয়া লাগবে না.....! 

আমি:- কেন স্যার.....?

স্যার:- তোমার চাকুরিটা আর নেই.....! 

আমি:- নেই বললেই হলো কিকরে গেলো আমার চাকুরিটা.....! 

স্যার:- নিলয়……ওহ সরি ভুল করে নামটা বের হয়ে গিয়েছে,,,,,,নিলয় আমার ছোট পিচ্চি ছেলে….আজ আমার সাথে আমার অফিসে এসেছে,,,,তাই একটু একটু দুষ্টামি করতেছে..তাই নিলয়কে ডাক দিলাম.....! 

তারপর আমি আর কিছু না বলে ফোন কেটে দিলাম কারণ আমার আর বুঝার বাকি নেই যে আমার চাকুরিটা খেয়েছে নিলয়.....! 

রাতে আর কিছু না করে ঘুমিয়ে গেলাম,,,, সকালে ঘুম থেকে উঠে অনলাইনে নিউজ পেপার পড়তে লাগলাম আমার আবার নিউজ পেপার পড়তে ভালো লাগে.....! 

হঠাৎ একটা নিউজ চোখে পরতেই আমি যেন আকাশ থেকে পড়লাম.....! 



#চলবে…….


{অনুমনি ছাড়া গল্প কপি করা নিষেধ}


★★

★★★

★★★★

★★★★★ (ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন)


No comments

Theme images by Raycat. Powered by Blogger.