ICABGU

ICABGU
PICCI LEKHOK

অবহেলিত ছেলেটি যখন এমপি (পর্ব:- ২৪)



#গল্প:- অবহেলিত ছেলেটি যখন এমপি
#লেখক:- পিচ্চি লেখক
#পর্ব:- ২৪

 

হঠাৎ একটা নিউজ চোখে পরতেই আমি যেন আকাশ থেকে পড়লাম.....!

দেখি আমার চাকুরিটাযে নিলয় খেয়েছে সেটা নিউজ পেপারে দিয়েছে.....!

আমি তো মনে মনে সেই খুশি, আমি কিছু করার আগেই কে যেন একটা ‍মচৎকার কাজ করেছে.....!

একটু পরে সোহানকে নিয়ে আমাদের বাসায় চলে আসলাম, আসার সময় দেখি মানুষ নিলয়ের ব্যপারটা নিয়ে আলোচনা করতেছে.....!

বাসার ঢুকে আমার রুমে গেলাম,,,, সেই চিরচেনা রুম যেখানে ছোট থেকে থেকেছি বাট সেই সব প্রায় ৫টা বছরের জন্য হারিয়ে গিয়েছিল.....!

হঠাৎ আম্মু আসলো.....!

আম্মু:- কিরে কখন আসলি.....!

আমি:- এইতো আম্মু এখনই আসলাম.....!

এই কথা বলে আম্মু চলে গেলো আর নাস্তা নিয়ে আসলো.....!

আম্মু:- এই নে তোরা দুইজনে খেয়ে নে.....!

সোহান:- আন্টি আমরা তো আমাদের বাসা থেকেই খেয়ে আসলাম মাত্র.....!

আম্মু:- তো কি হয়েছে আবার খাবি.....!

আমি:- আম্মু এত বেশি খাইলে মোটা হয়ে যাবো যে.....!

আম্মু:- মোটা হইলে হবি এমনেই শুকিয়ে গেছিস.....!

আমি:- আর কিছু বলা লাগবে না আমি খেয়ে নিচ্ছি.....!

তারপর আমি আর সোহান নাস্তা খেয়ে রেডি হচ্ছি একটু বাইরে যাবো হঠাৎ আব্বু আর আম্মু একসাথে আমার রুমে আসলো.....!

আব্বু:- কোথাও যাবি নাকি.....!

আমি:- জ্বি আব্বু একটু বাইরে যাবো.....!

আব্বু:- আবার কখন ফিরবি.....!

আমি:- মনে হয় রাত হবে,,,,কিছু কি বলবে নাকি আব্বু.....!

আব্বু:- তোকে না জানিয়েই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি,,,জানিনা তুই জানার পর কি বলবি.....!

আমি:- আব্বু আজ পর্যন্ত আমি কি আপনাদের কোনো কথায় না করেছি,,,সুতরাং এই কথাটাও মাথাপেতে মেনে নিবো,,,,,, আপনি দিধা ছাড়া বলেন.....!

আব্বু:- আমরা তোর বিয়ের জন্য একটা মেয়ে দেখেছি.....!

আমি:- আলহামদুলিল্লাহ্,,,,,আমি এখন কি করবো.....!

আব্বু:- তুই কি সত্যি খুশি হয়েছিস নাকি আমাদের খুশি জন্য মিথ্যা কথা বলতেছিস.....!

আমি:- না আব্বু আমি সত্যি তোমাদের সিদ্ধান্তে খুশি.....!

আম্মু:- যদি তোর কোনো পছন্দের মেয়ে খাকে তাহলে সেটাও বল.....!

আমি:- না আম্মু ঐ রকম কেউ নেই.....!

আব্বু:- তাহলে এককাজ কর ঐ মেয়েটার সাথে দেখা করে এসে আমাদের বলিস যদি তোর পছন্দ হয় তাহলে বিয়ে তোকে ঐ মেয়েকে দিয়ে বিয়ে করাবো আর পছন্দ না হলে বিয়ে করাবো না.....!

আমি:- আচ্ছ আব্বু ঠিক আছে,,,,কিন্তু মেয়েটার সাথে দেখা করবো কি করে.....!

আব্বু:- 018######## এই নে নাম্বার,,, দেখা করে আসিস.....!

আমি:- ঠিক আছে আব্বু.....!

তারপর আব্বুরা চলে গেলো.....!

সোহান:- তাহলে আমি বিয়ে করার আগেই তোর বিয়ে খাইতে পারবো.....! (খুশিতে আত্তহারা হয়ে)

আমি:- কে বলতে তুই আমার বিয়ের দাওয়াত খেতে পারবি.....?

সোহান:- কেন তোর বিয়ে খেতে পারবো না.....!

আমি:- কারণ আমি তো তোকে আমার বিয়ের দাওয়াতই দিবো না.....!  (মজা করে বললাম)

সোহান:- কি বললি তুই এটা,,,,,,এটা তুই বলতে পারলি.....!

আমি:- হুম সত্যি কথাই তো বলতেছি তোকে তো আমি দাওয়াতই দিবো না সত্যি.....!

সোহান:- ঠিক আছে না দাওয়াত দিলি বাট তোর বাসর ঘর সাজানোর দায়িত্বটা আমায় দেস প্লিজ.....! (মন খারাপ করে)

আমি:- কেন রে বাদর,,, আমার বাসার ঘর সাজানোর দায়িত্ব কেন তোকে দিবো.....!

সোহান:- এমনি.....!

আমি:- তুই যে কেমন ছেলে সেটা আমি ভালো করেই জানি,,,,,তোকে আমি বিয়ের দাওয়াত দিবো না সেই জন্য তুই বাসর ঘর সাজিয়ে এর প্রতিশোধ তুলবি.....!

সোহান:- আরে ঐ সব কিছু আমি করবো না.....!

আমি:- তুই না কিছু করলেই কি আর না করলেই কি দাওয়াত তো আর পাবি না.....!

সোহান:- তুই দাওয়াত দিলোও আমি আাসবো না দিলোও আসবো.....!

আমি:- ঠিক আছে যা তোকে অগ্রিম দাওয়াত দিলাম পরে যদি আবার ভেজাল করিস তখন সবকিছু গোল্লায় যাবে.....!

সোহান:- কি বললি তুই আমি সব কিছু গোলাই দিবো.....!

আমি:- হয়েছে এবার থাম চল বাইরে যাবো.....!

সোহান:- চল.....!

তারপর আমি সোহানকে নিয়ে বাইরে গেলাম.....!

সোহান:- কিরে কই যাবি এখন.....!

আমি:- একটু নির্বাচন কমিশনের অফিসে যাবো.....!

সোহান:- কেন.....!

আমি:- গেলেই দেখতে পারবি.....!

তারপর আমি সোহান কে নিয়ে চলে গেলাম নির্বচন অফিসে.....!

আমি:- আসসালামু আলাইকুম.....!

ওলাইকুম আসসালাম.....!

আমি:- নির্বাচনের জন্য কি প্রার্থীদের মনোনয়োন পত্র জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে নাকি.....!

হ্যা শুরু হয়েছে.....!

আমি:- কত জন নির্বাচনে অংশ নিচ্ছে.....!

এত কিছু জেনে আপনি কি করেবেন.....!

আমি:- নির্বাচনে অংশ গ্রহণ করবো.....!

কাগজপানি এসেছেন.....!

আমি:- হ্যা.....!

তারপর আমি কাগজ জমা দিয়ে সোহানকে নিয়ে বাই রে চলে আসলাম.....!

সোহান:- তুই যে এত কিছু করতেছিস তুই  কি নির্বাচনে বিজয়ী হতে পারবি.....!

আমি:- কেন পারবো না.....!

সোহান:- কারণ নিলয়ের বিপক্ষে আজ পর্যন্ত আমি কাউকে দারাতে দেখিনি.....!

আমি:- তাহলে এই বার দেখ.....!

সোহান:- যা করবি ভেবে চিন্তে করিস.....!

আমি:- সেটা তো করবোই এই বার দেখ নিলয়ের হার নিশ্চিত কারণ নিলয় সব থেকে বড় ভুল করেছে আমার চাকুরিটা খেয়ে যেটা সর্বত্র ছরিয়ে পরেছে যে কি জন্য নিলয় আমার চাকুরি খেয়েছে.....!

সোহান:- কি জন্য খেয়েছে.....!

আমি:- আজকের নিউজটা দেখিস এন্ড খবরের চ্যানেল গুলোতেও দেখিস,,,, তারা রিপোট করেছে কলেজ ছাত্রীকে ইপ্টিজিং এর হাত থেকে বাঁচানের জন্য নিলয় আমার চাকুরি খেয়েছে.....!

সোহান:- এইটা যদি সত্যি রিপোর্ট করে থাকে তাহলে নিলয় এবার শেষ কারণ নিলয়ের বিপরীতে কেউ দারায় না সেই জন্য নিলয় বারবার এমপি হয়। যদি নিলয়ের বিপরীদে কেউ দারায় তাহলে নিলয় জীবনেও এমপি হতে পারবে না.....!

আমি:- চল এখন যাই ঐ মেয়েটার সাথে দেখা সাথে দেখা করে আসি.....!

সোহান:- চল দেখি ভাবি কেমন.....!

আমি:- তুই দেখতে পারবি না.....!

সোহান:- কেন.....!

আমি:- বিয়ে কবো আমি আর মেয়ে দেখবি তুই এইটা কেমন কথা বল.....!

সোহান:- কেন অন্য ছেলেরা তো বন্ধু বান্দবদের নিয়ে গিয়ে মেয়ে দেখে আসে.....!

আমি:- ওরা যাক বাট আমি ওদের মতো করবো না.....!

 

[ বর্তমানে ছেলেরা বিয়ে করার জন্য যখন মেয়ে দেখতে যায় তখন বন্ধুবান্দব, বোনজামাই আরও অনেক লোককে নিয়ে যায় মেয়ে দেখতে,, আমার তো মনে হয় মেয়ে দেখতে যায় না ওরা….বাজারে মনে হয় গোরু(আবডেট গোরু বানান এটাই সঠিক এখন,,,,, গরু এটা আগে ছিলো) মেয়ে দেখতে গিয়েও মেয়েকে বলে একটু হাটো, বসো, হাত নারাও মনে হয় গরু কিনতিছে কুরবানির জন্য,,,,,,,শুনুন ভাইয়েরা বিয়ে করার আগে ঐ মেয়েকে আপনার জন্মদাতা বাবা দেখাও হারাম,, বিয়ের পরে আপনার বাবা আপনার বউকে দেখতে পাবে তার আগে দেখতে পাবে না। আর বিয়ে দিন তো গায়ে হলুদ অনুষ্ঠান,,, ওটা তো গায়ে হলুদ না মনে হয় নরতোকীদের আড্ডা কারখানা,,,,যেটাও হারাম,,,, অনেকে বলে হুজুরদের আর বলার কিছু নেই এই রকম কিছু নিয়ে বলে লাভ কি,,,,, আবার কেউ কেউ তো বলে গায়ে হলুদ বক্স ছাড়া বিয়েই হবে না,,,, তাহলে যাদের বিয়েতে গায়ে হলুদ হয় না, বক্স বাজে না তাহলে তো তাদের বিয়েই মনে হয় শুদ্ধ হয়ে না,,, তাহলে হুজুরদের নতুন করে আবার বিয়ে করা লাগবে মনে হয়,,, বিয়ে করবেন শরীয়া বিরধী ভাবে আর ঐ বিয়ে দিয়ে সন্তান আশা করেন আনোয়ার শাহ্ কাশমিরী (রহ.) ঐ বিয়ে দিয়ে তো আনোআর শাহ্ কাশরিরী (রহ.) আসবে না বরং সালমান শাহ্ আসবে,,,,,….সুতরাং ইসলামী শরীয়া অনুযায়ী বিয়ে করুন বিধরমীদের অনুসরনে হয়,,,,,, আপনি মুসলমান হয়ে যদি ইসলামী শরীয়া অনুযায়ী বিয়ে না করেন তাহলে কি অন্য ধর্ম অবলম্বীরা বিয়ে করবে,,, কবে আপনার বিবেক কাজ করবে ভাই,,,,,আল্লাহ্ সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন…………..এত করা করে কথা গুলো বলার একটাই কারণ আপনার যেন লজ্জা হয় আর এই লজ্জার কারণে দ্বীনের পথে ফিরে আসেন ]

 

তারপর সোহান কে ওর বাড়িতে রেখে চলে গেলাম মেয়ে দেখতে, মেয়ের বাসায় গিয়ে আমি একটা মহিলাকে দেখে ছালাম দিলাম,,, আমার মনে হয় আমি এই মহিলাকে কোথাও দেখেছি.....!

আমি:- আসসালামু আলাইকুম.....!

আন্টি:- ওলাইকুম আসসালাম,,,কে বাবা তুমি.....!

আমি:- আমার নাম ফাহাদ.....!

আন্টি:- ও চিনেছি বাবা,,, তুমি অপেক্ষা করো আমি ওকে নিয়ে আসতেছি.....!

আমি:- ঠিক আছে আন্টি.....!

তারপর উনি উপরে চলে গেলো,,, আমি বসে আছি হঠাৎ আন্টি বলল.....!

আন্টি:- এই যে দেখো তোমার হবু বউ কে.....!

তারপর আমি মাথা উচু করে মেয়েকে দেখতেই দাড়িয়ে গেলাম এ আমি কাকে দেখছে…………

 

 

#চলবে…….

 

{অনুমনি ছাড়া গল্প কপি করা নিষেধ}


★★
★★★
★★★★
★★★★★ (ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন)

No comments

Theme images by Raycat. Powered by Blogger.