অবহেলিত ছেলেটি যখন এমপি (পর্ব:- ০৭)
ফাতেমা:- কিরে শয়তান আমার
মেসেজের রিপ্লাই রিপ্লায় দিচ্ছিস না কেন, কোন মেয়ের সাথে কথা বলতেছিস এতক্ষণ ধরে, তোরে
শুধু সামনে পাইয়া লই তারপর দেখিস আমি তোর কি অবস্থা কারি…..!
আমি:- কি হয়েছে আপু এত রাগ
হয়েছেন কেন…..! (ফাজলামি করে বললাম)
ফাতেমা:- আমি তোর কোন জন্মের
আপু লাগি রে…..!
আমি:- কেন এই জন্মের…..!
ফাতেমা:- দেখ ফাহাদ ভালো
হবে না কিন্তু…..!
আমি:- কি করবেন আপু…..!
ফাতেমা:- দেখ শেষ বারের মতো
বলছি আমায় আপু ডাকবি না…..!
আমি:- হাজার বার বলল, আপু
আপু আপু আপু…..!
ফাতেমা:- আর একবার যদি আপু
বলিস তাহলে আমি ভাইয়াকে বলে দিবো তোর কথা…..!
আমি:- কা…কা…কারে ব..বলবেন…..!
ফাতেমা:- এখন তোতলাচ্ছিস
কেন…..?
আমি:- এমনি…..!
ফাতেমা:- ভয় পাইছিস তাই না…..!
আমি:- আমাকে কি আপনি আপনার
নিজের মতো ভীতু মনে করেন নাকি…..!
ফাতেমা:- তাহলে তোতলাচ্ছিস
কেন…..!
আমি:- কোথায় আমি তোতলাচ্ছি…..!
ফাতেমা:- একদম মিথ্য কথা
বলবি না…..!
আমি:- ওকে…..!
কথা বলতে বলতে কখন যে রাত
২টা বেজেছে তা বুঝতেই পারিনি…..!
আমার চোখে প্রচুর ঘুম বাট
ফাতেমাকে বলতেও পারতিছি না যে ঘুম ধরতেছে বললেই ওর ভাইয়া নিলয়ের কথা বলে আমায় ভয় দেখায়…..!
হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো,
তখন আমি ফাতেমাকে বললাম,,,,
আমি:- ঐ আমার ফোনে চার্য
নেই বাবু…..!
(পাঠক-পাঠীকারা আপনারা আবার
ভাবিয়েন না যে আমি প্রেমটেম করি, আমি কিন্তু একদম খাটি সিঙ্গল মানুষ😁😁😁)
ফাতেমা:- সত্যি বলতিছো নানি
মিথ্যা বলতেছো…..!
আমি:- আরে সত্যি বাবু…..!
ফাতেমা:- ওকে বাবু অনেক রাত
হয়েছে। এখন ঘুমাও তাহলে…..!
আমি:- ওকে…..!
তারপর ফোনটা চার্যে লাগিয়ে
দিয়ে দিলাম এক ঘুম, সকালে ঘুম থেকে জাগা পেয়ে দেখি সকাল ১০টা বাজে…..!
সকালের খাবার খেয়ে রওনা দিলাম
ছোট খাটো একটা চাকুরির জন্য, কিন্তু আমি হলাম ব্যার্থ কোথাও চাকুরি পেলাম না…..!
এই ভাবে চলে গেল একটি মাস
চাকুরিও পাচ্ছি না আর বাড়ি থেকেও মা বলতেছে কিছু্ একটা কর…..!
ফাতেমাকে যদি বলতাম যে আমার
একটা চাকুরি লাগবে তাহলে ফাতেমা ওর ভাইকে বলে নিশ্চয় একটা চাকুরির ব্যাবস্থা করে দিতো…..!
কিন্তু আমার এই ভাবে চাকুরি
করার ইচ্ছা নেই নিজের যোগ্যতায় কিছু করার ইচ্ছা আমার…..!
ফাতেমাকে আমি অনেক ভালোবাসি
এখন শুধু এখন একটা চাকুরির অপেক্ষায় আছি, চাকুরি পেলেই ফাতেমা কে বিয়ে করে নিবো…..!
কিন্তু এখন তো চাকুরি চাওয়াটা
হয়েগেছে সোনার হরিণ…..!
{বর্তমানে অনেক লেখাপড়া করে
বিশাল বিশাল ডিগ্রী নিয়ে একটা দূরনাম নিয়ে বসে আসে অনেক ভাইয়ারে, তাদের দুরনাম হলো
তারা বেকার, আমার একটা প্রশ্ন থেকে যায় এখানে বাহিরের দেশ থেকে লোকজন এসে চাকুরি করে
বাংলাদেশে বাট বাংলাদেশে যে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী লেখা পড়া শেষ করতেছে বিভিন্ন
ডিগ্রী অর্জন করে তারা কেন বাংলাদেশে চাকুরি পাবে না, তাহলে কি এটা দাড়ায় না অন্য দেশ
থেকে যদি মানুষ এসে বাংলাদেশে চাকুরি করে তাহলে আমার শিক্ষা ব্যাবস্থা আমায় কি শিক্ষা
দিলো যে শিক্ষা অর্জন কারার পরে আমি বেকার থাকি আমার দেশের নাগরিক হিসাবে আর চাকুরি
করে অন্য দেশ থেকে এসে,,,, অনেকের ইচ্ছা থাকে লেখাপড়া শেষ করে দেশে একটা ব্যবসা করবে
কিন্তু সেটাও পসিবল হয় না বিভিন্ন নিউজের রিপোট বলে বাংলাদেশের চেয়ে অন্য দেশে ব্যবস্থা
করার সুবিধা অনেক বেশি আর অনেকে আমার কথার দ্বিমত প্রশন করে বলবেন যে বাহিরে যাক তাহলেই
তো দেশের থেকে বেশি টাকা ইনকাম করতে পারবে সে…. আমার প্রশ্ন হলো সব থেকে কোন মানুষ
গুলো বাহিরে যায়…? উত্তর আসবে লেখাপড়া কম করেছে অশিক্ষিতরা এর প্রমাণ আপনার আশে পাশের
এলাকা গুলোতে তাকান,,, বিদেশে যদি গিয়ে চাকুরি করা লাগে তাহলে এতদিন আমার বাবার হাজার
হাজার টাকা কেন ব্যয় করলাম লেখা পড়ার পিছনে,,,,কি ক্ষতি করেছিল ঐ রিকসা ওয়ালা, মুচি,
সুইপার ইত্যাদি ব্যক্তিরা যাদের টাকায় আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠানও চলে তাদের একঅংশ
টাকা দিয়ে,,,তাদের কি ইচ্ছা ছিলো না তাদের টাকায় দেশের ছেলে একজন সুন্দর নাগরিক হয়ে
দেশের কোনো কাজে নিয়জিত থেকে দেশকে উন্নতি করুক,,,, যারা বাহিরের দেশে প্রবাসি আছেন
তারাই বুঝেন জন্মভূমির প্রতি কত মায়া,,, তাদের কে যদি প্রশ্ন করেন ১০/১৫/২০/২৫ বছর
বাহিরে থাকেন জীবনের তো কোন মজাই আপনি পাননি দেখবেন লোকটার চোখে পানি চলে এসেছে,,,,মনে
মনে বলে কি করবো এটাই মেনে যে নিতে হবে কারণ দেশে তো আর চাকুরি হবে না,,,,, আমার দেশে
যে লেখাপড়া পড়ুয়া শিক্ষার্থী বন্ধুরা লেখা পড়া শেষ করে বেকার থাকছেন তাদের পরিবারে
দায়িত্বটা কে নিবে জানতে চাওয়া আমার মন,,,প্রিয় পাঠক পাঠীকারা আমার কথায় কেউ রাগ করবেন
না কারণ কথা গুলো তিক্ত হলেও বাস্তব,, আমার কথায় কেউ মন খারাপ করবেন না কারণ আমার গল্প
লেখার মূল উদ্দেশ্য হলো গল্প লেখার মাধ্যমে সমাজ পরিবর্তন,……..!}
যাহোক গল্পে ফিরি,,,,,,,
রাতে ফাতেমার সাথে ফোনো কথা
বলছিলাম, হঠাৎ একটা কল আসলো আননোন নাম্বার থেকে কলটা ধরার পর,,,,,
আমি:- আসসালামু আলাইকুম…..!
ঐ পাশ থেকে:- ওলাইকুম আসসাল…..!
আমি:- কে আপনি…..?
ঐ পাশ থেকে:- আপনি যে মিফতা
কম্পানিতে চাকুরির আবেদন করেছিলেন সেটার ইন্টারভিউ আগামী কাল সকাল ১১ টায়…..!
আমি:- আচ্ছা ধন্যবাদ…..!
তারপর ফোন কেটে দিয়ে আম্মুর
কাছে গেলাম…..!
আম্মু:- কিরে এত খুশি দেখাচ্ছে
কেন তোকে নিশ্চয় কোনো খুশির খবর আছে…..!
আমি:- হুম আম্মু কাল আমর
চাকুরির ইন্টারভিও আছে দেয়া করিও…..!
আম্মু:- পাগল ছেলে আমার দোয়া
তো সব সময় তোর সাথে আছে…..!
আমি:- হুম আম্মু জানি কাল
একটু খাস করে দোয়া করবে যেন চাকুরিটা হয়ে যায়…..!
আম্মু:- ঠিক আছে করবো… এখন
খাবার খেতে বস…..!
তারপর খাবার খেয়ে রুমে চলে
এলাম…..!
ফাতেমার সাথে কথা বলে কখন
যে ঘুম আসছি মনে নেই সকালে খাবার খেয়ে রেডি হয়ে চলে গেলাম চাকুরির ইন্টারভিউ দিতে…..!
বাহিরে ইন্টারভিউ দেওয়ার
জন্য অপেক্ষা করতেছি, হঠাৎ আমার ডাক আসলো ভিতরে যাওয়ার জন্য…..!
আমি দরজা একটু খুলেই সালাম
দিলাম…..!
আমি:-আসসালামু আলাইকুম স্যার…..!
স্যার:- ওলাইকুম আসসালাম…..!
আমি:- স্যার ভিতরে আসবে…..!
স্যার:- হুম আসো…..!
আমি ভিতরে ঢুকেই অবাক,,,
এ আমি কাকে দেখছি স্যারের চিয়ারের পাশের চিয়ারে বসে আসো উনি তো………………….
[বিঃদ্রঃ গতকাল সারা দিন
কারেন্ট না থাকায়, গতকাল গল্প লেখতে পারিনি তাই গত কাল গল্প দেইনি]
#চলবে…….
{অনুমনি ছাড়া গল্প কপি করা নিষেধ}
★
★★
★★★
★★★★
★★★★★ (ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন)
No comments