ICABGU

ICABGU
PICCI LEKHOK

অবহেলিত ছেলেটি যখন এমপি (পর্ব:- ০৮)



#গল্প:- অবহেলিত ছেলেটি যখন এমপি
#লেখক:- পিচ্চি লেখক
#পর্ব:- ০৮ 

আমি ভিতরে ঢুকেই অবাক,,, এ আমি কাকে দেখছি স্যারের চিয়ারের পাশের চিয়ারে বসে আসো ‍উনি তো ফাতেমার ভাইয়া নিলয়…..!

বাট উনি আমায় চিনেন না কারণ আমার ছবি ফাতেমা কখনও নিলয় ভাইয়াকে দেখায়নি…..!

তারপর স্যার আমার সার্টেফিকেট দেখে বললেন…..!

স্যার:- লেখাপড়ায় তো ভালোই তুমি দেখি কিছু প্রশ্ন করে কেমন উত্তর দিতে পারো…..!

তারপর স্যার আমায় ৫টা প্রশ্ন করলো আমি সব গুলো প্রশ্নেরই উত্তর সঠিক ভাবে দিয়েছি…..!

তারপর স্যার ফাতেমার ভাই নিলয়কে বলল…..!

স্যার:- আপনি কিছু বলবেন স্যার ক্যান্ডিটারকে…..!

নিলয়:- হুম, আচ্ছা তোমার নাম জানি কি…..!

আমি:- জ্বি স্যার আমার নাম ফাহাদ…..!

নিলয়:- আমায় তো চিনতেই পেরেছো, এখন মূল কথায় আসি তোমার চেয়ে অনেক ভালো ক্যান্ডিটার আছে এই পদের জন্য। যদি এই পদে চাকুরি নিতে চাও তাহলে আমাদের কিছু নাস্তা খাওয়ার জন্য কিছু দিতে হবে…..!

আমি:- তার মানে কি স্যার আপনি ঘুষ চাচ্ছেন…..!

নিলয়:- ঘুষ কোথায় এটা তো নাস্তা খাওয়ার জন্য নিচ্ছি…..!

আমি:- কিন্তু স্যার আপনি তো এই অফিসের বস না মনে হয় তাহলে এই কথা আপনি বলতেছে কেন,, যে স্যার আমার ইন্টারভিউ নিয়েছে সেই স্যার তো বলার কথা…..!

নিলয়:- কে বলছে তোমাকে আমি অফিসের কেউ না, এই অফিসের মূল মালিক। তোমাকে এত কিছু বলতেছি কেন, চাকুরি করবে কি না সেটা বলো…..!

আমি বুঝতে পারতেছি না আমি এখন কি করবো…..!

নিলয়:- ‍কিহলো চুপ করে আছো কেন…..?

আমি:- স্যার আমি ঘুষ দিয়ে চাকুরি করতে পারবো না…..!

নিলয়:- তোর সাথে এতক্ষণ ভালো ব্যবহার করা ঠিক হয়নি, চাকুরি যখন করবিনা তা হলে এখানে বসে থেকে আমাদের সময় নষ্ট করতেছিস কেন, ছোটো লোকের বাচ্চা সর এখান থেকে…..!


আমি:-স্যার আমায় যা খুশি বলেন কিন্তু আমার বাবা- মাকে গালি দিলে ঠিক হবে না কিন্তু বলে দিচ্ছি…..!

নিলয়:- তোর তো সাহস কম না তুই কার সামনে বসে আছিস জানিস। তোর জীবনটা একদম ধ্বংস করে দিবো…..!

তারপর আমি কিছু না বলে চুপচাপ বের হয়ে আসলাম কারণ উনার হাতেই এখন সব ক্ষমতা তাই কোনো উপায় না পেয়ে বাসায় চলে আসলাম…..!

বাসায় আসার পর রুমে মন খারাপ করে শুয়ে আছি, একটু পর আম্মু এসে বলল…..!

আম্মু:- তোর মন খারাপ কেন বাবা…..?

আমি:- কিছু না আম্মু…..!

আম্মু:- তুই কিছু না বললেই হবে নাকি,, আম্মুর কাছে কিছু লুকাতে নেই বল বলছি কি হয়েছে…..!

আমি:- আসলে আম্মু টাকা দিতে না দিতে চাওয়ায় আমার চাকুরিটা হয়নি…..!

আম্মু:- কি হয়েছে বাবা খুলে বলতো আমায়…..!

তারপর আমি আম্মুকে সকালের সমস্থ কথা খুলে বললাম, আমার কথা শুনে আম্মু বলল…..!

আম্মু:- এমন করেছিস কেন বাবা আমায় বললেই তো তোর বাবাকে বলে টাকার ব্যবস্থা করে দিতাম…..!

আমি:- আম্মু ঘুষ দিয়েই যদি চাকুরি করতে হয় তাহলে আমায় লেখাপড়া করালে কেন…..? লেখাপড়া যখন করেছি ইন শা আল্লাহ্ নিজের যোগ্যতা দিয়ে চাকুরি পেলে করবো না হলে করবো না, যদি প্রয়োজন হয় তাহলে বাজারে সবজির দোকান দেবো তাও আমি ঘুষ দিয়ে চাকুরি করবো না…..!

আম্মু:- পাগল ছেলে একটা, যা হাত মুখ ধুয়ে আয় খাবার খাবি…..!

আমি:- এখন ভালো লাগতেছে না আম্মু পড়ে খাবো…..!

আম্মু:- ঠিক আছে…..!

তারপর দিলাম একঘুম ঘুম থেকে উঠে দেখি সন্ধার হয়ে গেছে…..!

তারপর ফ্রেশ হয়ে এসে দেখি সোহান ফোন দিয়েছে, আমি ফোন ধরতেই সোহান ঐ পাশ থেকে বলতেছে…..!

সোহান:- তোকে তো আজ কাল ধরাই পাওয়া যায়না GF কেই সারাদিন সময় দেস আমাদের তো ভুলেই গেছিস…..!

আমি:- আরে কি বলতেছিস এই সব তোদের কেন ভুলে যাবো, আচ্ছা কোথায় আছিস এখন তোরা…..!

সোহান:- মাঠে বসে আছি…..!

আমি:- ওকে আমি আসতিছি,

তারপর সোহানদের সাথে আড্ডা দিতে চলে গেলাম আড্ডা দিচ্ছি এমন সময় একটা আননোন নাম্বার থেকে কল আসলো আমি কল ধরতেই,,,,

ফোনের ঐ পাশে থেকে:- ইদুর, বানর,,, তেলাপোকা, শয়তান তোকে কতগুলো মেসেজ দিয়েছি একটারও রিপ্লাই দেসনি কেন?

আমি:- আরে বাবু একটু বিজি ছিলাম তাই রিপ্লাই দিতে পারিনি…..!

ফাতেমা:- তুই আজকেই আমার সাথে দেখা করবি…..!

আমি:- আজ না বাবু অন্যদিন দেখা করবো…..!

ফাতেমা:- আজ মানে আজই দেখা করবি,, না হলে আমি ভাইয়াকে বলে দিবো…..!

ফাতেমার ভাইয়ের কথা শুনতেই মনটা খারাপ হয়ে গেলো মনে পড়ে গেলো সকালের সেই ঘটনা গুলোর কথা…..!

ফাতেমা:- কিরে কথা বলস না কেন…..!

আমি:- কিভাবে দেখা করবো বাসায় দেড়ি করে ফিরলে আম্মু বকা দিবে…..!

ফাতেমা:- শোন আমার কাছে একটা বুদ্ধি আছে সেই বুদ্ধি কাজে লাগালে আম্মু তোরো বকা দিবে না…..!

আমি:- আম্মু মানে তোমার আম্মু কোথায় থেকে আসলো…..!

ফাতেমা:- আরে গাধা আমার আম্মু কেন হতে যাবে তোর আম্মু তো কিছু দিন পরে আমার আম্মু হবে তাই এখন থেকেই অভ্যাস করে নেই…..!

আমি:- বুঝেছি তাই বুদ্ধিটা কি…..!

ফাতেমা:- আমাদের এখানে স্কুল মাঠে ওয়াজ হচ্ছে তুই আম্মু কে বলবি ওয়াজ শুনতে যাচ্ছি তারপর এসে আমার সাথে দেখা করবি…..!

আমি:- আমার কাজ নেই তো পারবো না আমি একা যেতে…..!

ফাতেমা:- সোহান ভাইয়াকে সাথে নিয়ে আয়…..!

আমি:- যাবো না আমি…..!

ফাতেমা:- না আসলে বাসায় গিয়ে দিখবি  আমি তোর বাসায় গিয়ে আম্মুর সাথে গল্প করতেছি…..! 

আমি:- আসা লাগবে না আমি দেখা করতে যাচ্ছি…..!

তারপর ফোন কেটে দিয়ে আমি সোহান কে বললাম…..!

আমি:- নিশ্চয় আমার নাম্বার ফাতেমাকে তুই দিচিছ…..!

সোহান:- আরে না আমি দেইনি …..!

আমি:- ঠিক আছে যদি জানতে পারি তুই দিছিস তাহলে তোর খবর আছে…..!

তারপর সোহানকে সাথে নিয়ে চলে গেলাম ওয়াজ শুনতে মানে বাসায় আম্মুকে বলেছি ওয়াজ শুনতে যাচ্ছি কিন্তু আমি মূলত যাচ্ছি ফাতেমার সাথে দেখা করতে…..!

তারপর ফাতেমার সাথ দেখা করে ঘুরতেছি আর কথা বলতেছি আর ব্যাচারা সোহান আমাদের পিছনে আসতেছে আর লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনতেছে…..!

হঠাৎ ফাতেমার ভাইয়া ফাতেমাকে ফোন দিয়ে কিজানি বললো…..!

ফাতেমা:- ঐ আমায় বাসায় যেতে হবে ভাইয়া ফোন দিয়েছিল…..!

আমি:- আচ্ছা এগিয়ে দিয়ে আসা লাগবে নাকি…..!

ফাতেমা:- না ভাইয়া দেখলে যে কি বলে আবার…..!

আমি:- আচ্ছা ঠিক আছে…..!

তারপর ফাতেমা চলে গেল আমি আর সোহান ওয়াজ শুনে বাসায় চলে আসলাম, পরের দিন সকালে ফোনের আওয়াজে ঘুম ভেঙ্গে গেলো দেখি ফাতেমা ফোন দিয়েছে…..!

 

[বিঃদ্রঃ আগামী ২৪ এবং ২৫ তারিখ আমার পরীক্ষা থাকায় ‍আগামী কাল ২৩ তারিখ এবং তারপরের দিন ২৪ তারিখ গল্প দিবো না। ইন শা আল্লাহ্ ২৫ তারিখ থেকে নিয়মিত গল্প দিবো আবার]

 

 

#চলবে…….

 

{অনুমনি ছাড়া গল্প কপি করা নিষেধ}


★★
★★★
★★★★
★★★★★ (ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন)

 

No comments

Theme images by Raycat. Powered by Blogger.