অবহেলিত ছেলেটি যখন এমপি (পর্ব:- ১৮)
তারপর আমি আর সোহান চলে গেলাম
সকলের সাথে আড্ডা দিতে এন্ড সোহানের থেকে ট্রিট নেওয়ার জন্য…..!
আমরা পৌর পার্কের বসে আড্ডা
দিচ্ছিলাম হঠাৎ কে যেন পিছন থেকে বলে উঠলো…..!
নিলিমা:- কেমন আছো ফাহাদ…..?
আমি:- আরে নিলিমা আপনি,,,
কবে আসছেন…..!
নিলিমা:- এই তো আজকে দুপুরে
আসছি…..!
আমি:- ওহ আচ্ছা…..!
সোহান:- আসসালামু আলাইকুম
ভাবি…..!
আমি:- এ সোহান তুই কাকে ভাবি
বলতেছিস রে…..!
সোহান:- কেন নিলিমা ভাবে
কে…..!
আমি:- এ কি সব উল্টা পাল্টা
বলতেছিস…..!
সোহান:- আমি তো ঠিকই বলতেছি…..!
আমি:- দেখ সোহান আমরা শুধু
একই র্ভাসিটিতে পরেছি এর বেশি কিছু না…..!
সোহান:- ওহ সরি রে…..!
আমি:- ওকে ঠিক আছি…..!
হঠাৎ পেছন থেকে কে জানি বলে
উঠলো কেমন আছো সাহান…..!
আমি পিছনে তাকিয়েয় দেখি ফাতেমা
আর কয়েকটা মেয়ে আমাদের দিকে আসছে…..!
সোহান:- এই তো আলহামদুলিল্লাহ্
ভালো…..আপনি কেমন আছেন…..!
ফাতেমা:- কিরে সোহান এই হুজুর
কে রে আজ প্রথম দেখতেছি তোর সাথে…..!
সোহান:- আজ প্রথম দেখতেছেন
এই ছেলেকে…..!
ফাতেমা:- হুম রে আজকে প্রথম
দেখতেছি…..!
হঠা’ৎ পাশের এটকা মেয়ে বলে
উঠল…..!
ঐ মেয়ে:- সোহান ভাইয়া এই
হুজুরকে আমার সাথে সেটিং করে দেন প্লিজ,,, হুজুর তো একদম একটা কিউটের ডিব্বা…..!
ফাতেমা:- ঐ নাফিজা একদম চুপ
কি সব উল্টা পাল্টা বলতেছিস…..!
নাফিজা:- কেনরে ফাতেমা তুই
কি হুজুরের উপর ক্রাশ খেলি নাকি আবার…..!
ফাতেমা:- তুই দেখি আমার মনের
কথা ধরে ফেলছিস…..!
নাফিজা:- দেখতে হবে না বান্ধবিটা
কার…..!
ফাতেমা:- শুনো সোহান তুমি
আমার সাথে এই হুজুরের সেটিংটা করে দেও,,,,,
হুজুররা যে এত কিউট হয় আজ সেটা বুঝলাম…..!
আমি কিছু না বলে শুধু এদের
কাহিনি দেখতেছি হঠাৎ নিলিমার দিকে চোখ পড়তেই দেখি একদম গোমা সাপের মতো ফুলতেছে,,,,
নিলিমার দিকে দেখে আমার হাসিও পাচ্ছে…..!
সোহান:- সেটা সম্ভব না আপু…..!
ফাতেমা:- কেন সম্ভব না,,,,,,
তুমি তো জানোই আমি কেমন মেয়ে,,,,, হুজুর যদি রাজি না হয় তাহলে ভাইয়াকে বলে হুজুরের
একটা ব্যবস্থা করবো…..!
সোহান:- জানেন এই হুজুর কে…..!
ফাতেমা:- না কে এই হুজুর,,,,
নাম কি…..!
সোহান:- এই হুজুর হচ্ছে আমার
ফ্রেন্ড ফাহাদ…..!
ফাতেমা:- ফাহাদ মানে…..!
সোহান:- কেন এখন চিনতে পারছেন
না মনে নেই সেই HSC পরিক্ষার্থী যখন ছিলেন,,,সেই সময়ের ফাহাদের কথা মনে নেই…..!
ফাতেমা:- হুম মনে আছো খুব
ভালো করেই মনে আছে,,,,,কিরে এতক্ষণ চুপচাপ শুনতেছিলি আমাদের কথা,,,,,,তা কথা বলতেছিলি
না কেন…..!
আমি:- নাট্যকার দের নাটক
দেখতেছিলাম তাই কথা বলিনি…..!
ফাতেমা:- কেমন আছিস…..!
আমি:- সোহান চল বাসার দিকে
যাবো…..!
সোহান:- ওকে চল…..!
ফাতেমা:- কিরে কথার কোনো
উত্তর না দিয়েই চলে যাচ্ছিস যে…..!
আমি:- আপনি কি করবেন এখন
এখানে…..! (নিলিমাকে উদ্দেশ্য করে কথাটা বললাম)
নিলিমা:- বাসার দিকে যাবো…..!
আমি:- একা যেতে পারবেন…..!
নিলিমা:- হুম একা যেতে পারবো…..!
তারপর নিলিমাকে গাড়িতে তুলে
দিয়ে আমরা চলে আসলাম,,,,, ঐ দিকে নাফিজা ফাতেমাকে বলল…..!
নাাফিজা:- ঐ ফাহাদ না কি
জানি ঐ তোমার সাথে ঐ রকম আচরণ করলো কেন…..!
ফাতেমা:- আর বলিস না একটু
তেজ বেরে গেছি ওয়েট কর ওর ব্যবস্থা করতেছি…..!
রাতে আমি, সোহান, আঙ্কেল,
আন্টি খাবার খাচ্ছি তখন আঙ্কেল বলল…..!
আঙ্কেল:- বাবা ফাহাদ তোমার
চাকুরিটার ব্যপারে কথা বলেছি ইন শা আল্লাহ হয়ে যাবে চাকুরিটা,,,, বাকি তুমি এক কাজ
করো কাল আবেদন করে ফেলো চাকুরির জন্য…..!
আমি:- আঙ্কেল আজ আমি আর সোহান
গিয়ে চাকুরির জন্য আবেদন করে আসছি…..!
আঙ্কেল:- তাহলে তো ভালোই…..!
খাবার খাওয়ার পরে একটু খোজ
খবর করলাম শহরের কি অবস্থা অর্থাৎ নিলয়ের ব্যপারে,,,অনেক তথ্য পেলাম যা দিয়ে নিলয় কে
ঘায়েল করা সম্ভব…..!
সকালে গেলাম ঐ কলেজের দিকে
গিয়ে খোজ খবর নিয়ে আসলাম,,,, খোজ খবর নিয়ে আসার সময় দেখি নিলয় রাস্তায় দাড়িয়ে আছে…..!
তারপর আমি নিলয় কে ফোন দিলাম…..!
নিলয়:- কে …..!
আমি:- তোর সময় ঘনিয়ে আসছে
নিলয়,,,,, যে গরিবদের টাকা তুই লুটপাট করে খেয়েছিস দেখ তারাই তোকে জুতা পেটা করবে…..!
নিলয়:- কে তুই আমার সামনে
এসে কথা বল দেখি তোর কত বড় সাহস…..!
আমি:- আসবো রে খুব তারাতারি
তোর সামনে আসবো,,,,,, আজ থেকে তোর পতনের দিন গুনতে থাক,,,,,,, তোর ঘুম খারাম করে দিবো
আমি…..!
নিলয়:- কে তুই আমার সামনে
আয়…..!
আমি:- তুই যে এখন রাস্তার
কাজ করতেছিস সেটার জন্য এসছে ১৫ কোটি টাকা বাট সেই খানে মাত্র ৫ কোটি টাকা দিয়ে কাজ
করতেছিস আর ১০ কোটি কাটা তোর বাসায় মাটির নিচের গুপ্ত রুমে রেখিসি,,,, শুধু এইটা নয়
এই রকম আরও অনেক টাকা লুটপাট করার কথা আমি
জানি,,,,, আর তোর জন্য একটা দুঃখের সংবাদ হলো এই সব গুলোর ভিডিও ফুটেস গুলোও আমার কাছে
আছে…..!
কথাটি বলে আমি ফোনটা কেটে
দিলাম…..!
সন্ধার আগে সোহানদের বাসায়
এসে খাবার খেয়ে গিয়ে দেখি একটা আননোন নম্বার থেকে কয়েকবার ফোন এসেছি,,,,,,তারপর আমি
ফোন ব্যাক করতেই……..
#চলবে…….
{অনুমনি ছাড়া গল্প কপি করা নিষেধ}
★
★★
★★★
★★★★
★★★★★ (ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন)
No comments