ICABGU

ICABGU
PICCI LEKHOK

অবহেলিত ছেলেটি যখন এমপি (পর্ব:- ২৬)



#গল্প:- অবহেলিত ছেলেটি যখন এমপি
#লেখক:- পিচ্চি লেখক
#পর্ব:- ২৬


বাসর ঘরের সামনে দাড়িযে আছি.....!

বাসর ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই.....!

নিলিমা এসে আমায় পায়ে ছালাম করতে যাবে তখনই আমি নিলিমাকে তুলে বললাম.....!

আমি:- তুমি যেটা করতে চাচ্ছো সেটা  আমাদের শরীয়ায় নেই তাই সেই সকল না করাই উত্তম.....!

নিলিমা:- আচ্ছা ঠিক আছে.....!

আমি:- অযু আছে তোমার.....!

নিলিমা:- না.....!

আমি:- তাহলে ওয়াশ ‍রুমে গিয়ে অযু করে আসো যাও.....!

নিলিমা:- ঠিক আছে.....!

তারপর নিলিমা ওয়াশ রুমে অযু করতে গেলো একটু পরে অযূ করে আসলো,,,, তারপর দুজন নামাজ পড়ে নিলাম.....!

আমি:- নিলিমা শুনো.....!

নিলিমা:- জ্বি বলেন.....!

আমি:- বিয়ের আগে যে ভাবে চলেছো ঠিক আছে বাট এখন আর ঐ রকম ভাবে চলতে পারবে না,,,,মানে আমার বাবা, মা, বো, এবং, তোমার বাবা, মা কাকা, ইত্যাদি লোকে ছাড়া অন্য ছেলে অথবা মেয়ের সাথে কথা বলা তোমার নিষেধ.....!

নিলিমা:- বুঝিনি আপনার কথা.....!

আমি:- তোমার যারা মাহারাম তারা ব্যতিতো অন্য সকল পুরুষের সাথে এখন থেকে তোমার কথা বলা নিষেধ,,, আর মেয়েদের সাথেও কথা বলা নিষেধ কারণ হযরত মুহাম্মাদ সা. বলেছেন নারীরা হবে সব চেয়ে বেশি জাহান্নামী,,,,,তুমি সারা দিন যা আমল করার পরে যখন অন্য মহিলার সাথে কথা বলতে হঠাৎ করেই এমন কোনো কথা বলবে যার দ্বারা সেই দিনের আমল সব নষ্ট হয়ে যাবে তুমি যানতেও পারবে না,,, আর তোমরা মেয়েরা গল্প করতে বসলে এমন কথা বলে ফেলো যার দ্বার তোমার সকল আমাল নষ্ট হয়ে যায়,,,,,তোমায় এত সাবধান করতেছি কারণ আমি দুনিয়াতে যেমন তোমায় আমার দুনিয়ার সাথি হিসাবে পেয়েছি ঠিক জান্নাতেও তোমাকে আমার সাথি হিবাসে চাই.....!

নিলিাম:- জ্বি আচ্ছা.....!

আমি:- আল্লাহ্ জান্নাতে একজন পুরুষ কে ৭২টা হুর দিবে আর তাদের সরদার হবে দুনিয়াতে থাকা নিজের বিবি,,,, এবং সকল হুজুর চেয়ে সুন্দরী হবে দুনিয়াতে থাকা নিজের বিবি বুঝেছো.....!

নিলিমা:- হুম.....!

আমি:- আর একটা কথা কি জানো.....!

নিলিমা:- কি.....?

আমি:- একদিন হযরত মুহাম্মাদ (সা.) এক মজলিসে বললেন, তোমাদের মধ্যে এমন কোনো পুরুষ আছে যে রাত্রি বেলা স্ত্রীর সাথে র্নিজনে যাওয়ার পরে সকাল বেলা আবার সেই কথা বন্ধুদের বলে,,, আবার তোমাদের মধ্যে এমন কোনো নারী আছে যে রাত্রি বেলা স্বামীর সাথে র্নিজনে যাওয়ার পরে সকাল বেলা আবার সেই কথা তার বান্ধবীদের বলে,,,,এই কথা বলার পরে মজলিসের সবাই চুপ তখন এক মহিলা দাড়িয়ে বলল,,, হুজুর এই রকম কিছু পুরুষও আছে আবার কিছু নারীও আছে,,, তখন হুজুর সা. বললেন, যখন ঐ পুরুষ তার বিবির সাথে র্নিজনে যাওয়ার যখন তার বন্ধুদের বলে তখন তার বন্ধুদের সামনে তার বিবির সাথে জিনা করতেছে এমন গুনা হবে আর ঐ নারী তার স্বামীর সাথে র্নিজনে যাওয়ার যখন তার বন্ধবীদের বলে তখন তার বান্ধবীদের সামনে তার বিবির সাথে জিনা করতেছে এমন গুনা হবে,,,,,বুঝেছো.....!

নিলিমা:- হুম.....!

আমি:- আর কিছু বলতে হবে না নিশ্চয় বুঝতে পারছো আমি কি বুঝাতে যাচ্ছি.....!

নিলিমা:- হুম বুঝেছি.....!

[ বর্তমানে কিছু ছেলে মেয়ে আছে যারা এই রকম তাদের জন্য নবী করিম সা. অনেক আগেইে তাদের জন্য এই প্রশ্নের উত্তর রেখে গিয়েছে ]

আমি:- চলো এখন খুমাবো.....!

নিলিমা:- চলো.....!

তারপর আমরা দুইজন ঘুমাতে গেলাম,,, সকালে মনে হলো আমার মুখে পানি পরতিছে চোখ খুলে দেখি নিলিমা ওর ভিজা চুল আমার মুখের উপরে এসে আছড়াচ্ছে.....!

আমি:- কি করতিছো দিলে তো আমার ঘুমটা ভেঙ্গে.....!

নিলিমা:- দেখো তো কয়টা বাজে তুমি এখনও ঘুমিয়ে আছো.....!

আমি:- দূর যাওতো আমায় ঘুমাতে দাও আমায় এখন.....!

নিলিমা:- ভালো ভাবে বলছি যাও ‍গিয়ে ফ্রেশ হয়ে আসো.....!

আমি:- দূর আমি এখন খুমাবো.....!

নিলিমা:- আম……..মু.....!

নিলিমা যেই চিল্লায়া আম্মুকে কে ডাক দিবো তখনই আমি লাফ দিয়ে উঠি নিলিমার মুখ চিপে ধরেছি.....!

নিলিমা ওর মুখ থেকে আমার হাত ছেরে নিয়ে হাফাইতে হাফাইতে বলল.....!

নিলিমা:- এই আমায় মেরে ফেলবে নাকি এই যে ভাবে আমার মুখ চেপে ধরেছো আমার দম বন্ধ হয়ে আসছে.....!

আমি:- তাহলে আম্মুকে ডাক দিচ্ছিলে কেন.....!

নিলিমা:- তাহলে তোমাকে এত ভালো করে বলার পরও কেন ঘুম থেকে উঠতে চাইতেছিলে না,,,তাই আম্মুকে ডাক দিছি.....!

আমি:- ওকে ফ্রেশ হয়ে আসতেছি.....!

তারপর ওয়াশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম.....!

নিলিমা:- নিচে চলো আম্মু নাস্তা করার জন্য ডাকে গেলো.....!

আমি:- যাবো না তুমি আমার জন্য নাস্তা সাজিয়ে নিয়ে আসো.....!

নিলিমা:- আমি পারবো না.....!

আমি:- ঠিক আছে তাহলে আমি বাহিরে যাচ্ছি, বাহিরে থেকেই নাস্তা করে নিবো.....!

নিলিমা:- যদি রুম থেকে এক পা বার হয়েছো তাহলে তোমার খবর আছে তুমি রুমে বসো আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসতেছি.....!

তারপর নিলিাম চলে গেলো আমার জন্য নাস্তা আনতে,,, একটু পরে নিলিমা নাস্তা নিয়ে এসে টেবিলে রেখে বলল.....!

নিলিমা:- এই নেও তোমার নাস্তা আমি আম্মুর কাছে গেলাম আম্মুকে রান্না করতে সাহায্য করতে.....!

আমি:- খাবো না আমি.....!

নিলিমা:- কেন.....!

আমি:- আমায় খাইয়ে দাও তা না হলে আমি খাবো না.....!

নিলিমা:- পারবো না আমি খাইয়ে দিতে.....!

আমি:- তাহলে আমি খাবে না,,,বাইরে গেলাম.....!

এই কথা বলে যেই আমি বিছানা থেকে উঠেছি ‍উমনি নিলিমা আমায় বিছানার উপরে ধাক্কা দিয়ে নাস্তার প্লেট না আমার সামনে নিয়ে এসে বলল.....!

নিলিমা:- হুম এবার হা করো.....!

তারপর নিলিমা আমায় নাস্তা খাইয়ে দিতে লাগলো.....!

আমি:- তুমি খাইছো.....!

নিলিমা:- না,,,তুমি খাইয়ে না আমি পরে খাবো.....!

তারপর আমি প্লোট থেকে নাস্তা হাতে নিয়ে নিলিমাকে খাইয়ে দেওয়ার জন্য মুখের সামনে হাত নিয়ে গিয়ে বললাম.....!

আমি:- হা করো.....!

নিলিমা:- আমি খাবো না.....!

আমি:- হা করতে বলেছি না.....!

নিলিমা:- হুম.....!

তারপর আমি নিলিমাকে খাইয়ে দিতে লাগলাম,,,,নিলিমা গ্লাস থেকে পানি খেয়ে গ্লাস থুতেই আমি গ্লাসটা নিয়ে নিলিমা যেখানে ঠোঁ লাগিয়ে পানি খেয়েছে আমিও গ্লাসের ঠিক সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি থেকে নিলাম.....!

নিলিমা:- এই দুষ্ট আমি গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেলাম তুমিও গ্লাসের ঠিক সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেলে কেন.....?

 


#চলবে…….

 

{অনুমনি ছাড়া গল্প কপি করা নিষেধ}


★★
★★★
★★★★
★★★★★ (ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন)

No comments

Theme images by Raycat. Powered by Blogger.